ঢাকা: রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের দলে চোট কাটিয়ে ফিরেছেন লিওনেল মেসি। আগামী ১১ নভেম্বর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল নিজেদের মাঠে নামবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে।
রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে মোটেই ভালো অবস্থানে নেই আর্জেন্টিনা। মেসি বাহিনী পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে। শীর্ষ চারটি দল সরাসরি সুযোগ পাবে বিশ্বমঞ্চে। পাঁচ নম্বর দলটিকে প্লে অফের বাধা টপকে যেতে হবে রাশিয়ায়।
১১ নভেম্বর বাংলাদেশ সময় ভোরে বেলো হরিজন্তেতে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। পাঁচ দিন পর ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে খেলবে মেসিরা।
চোটের কারণে পেরু আর প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামতে পারেননি মেসি। পেরুর বিপক্ষে ২-২ গোলে ড্র করে মেসিবিহীন আর্জেন্টিনা। আর প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে বসে মেসি সতীর্থরা।
মেসির সঙ্গে দলের স্কোয়াডে রয়েছেন ম্যানচেস্টার সিটির সেরা তারকা সার্জিও আগুয়েরো। ক্লাবের হয়ে দুর্দান্ত এই স্ট্রাইকার জাতীয় দলের হয়ে পাঁচ ম্যাচ খেলে কোনো গোলের দেখা পাননি। সবশেষ ম্যাচে ঘরের মাঠে পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি। প্যারাগুয়ের বিপক্ষে সে ম্যাচে ১-০ গোলে হারতে হয়েছিল আর্জেন্টাইনদের।
এছাড়া, দলে রয়েছেন জুভেন্টাসের তারকা পাওলো দিবালা, গঞ্জালো হিগুয়েইন। বাদ পড়েছেন এরিক লামেলা, মাতিয়াস ও মার্কোস রোহো।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের দশম রাউন্ড শেষে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লুইস সুয়ারেজের উরুগুয়ে। ১৭ পয়েন্ট নিয়ে ইকুয়েডর তৃতীয় ও কলম্বিয়া চতুর্থ স্থানে আছে। পঞ্চম স্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১৬।
আর্জেন্টিনা স্কোয়াড:
গোলরক্ষক: নাহুয়েল গুসমান, সার্জিও রোমেরো, জেরোনিমো রুলি।
ডিফেন্ডার: মাটিন দেমিচেলিস, মাতেও মুসাচ্চিও, নিকোলাস ওটামেন্ডি, ফুনেস মোরি, গাব্রিয়েল মেরকাদো, ফাকুন্দো রনকাগলিয়া, এমানুয়েল মাস, পাবলো জাবালেটা।
মিডফিল্ডার: মাশ্চেরানো, গিদো পিসাররো, লুকাস বিগলিয়া, এভার বানেগা, এনজো পেরেজ, নিকোলাস গাইতান, ডি মারিয়া, হুলিও বুফ্ফারিনি, মার্কোস আকুনা।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, অ্যাঞ্জেল কোররেয়া, লুকাস প্রাত্তো, সার্জিও আগুয়েরো, পাওলো দিবালা, গঞ্জালো হিগুয়েইন।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ২২ অক্টোবর ২০১৬
এমআরপি