ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে বাঘাইছড়ির কৃতিত্ব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে বাঘাইছড়ির কৃতিত্ব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ছেলেদের বিভাগে ফাইনালে বাঘাইছড়ি উপজেলার রূপালী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। তারা নিউ রাঙামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ৬-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

অপরদিকে মেয়েদের বিভাগে ফাইনালে বাঘাইছড়ি উপজেলার পাকুজ্জ্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তারা রাঙামাটির গোলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

শনিবার (২২ অক্টোবর) বিকেলে রাঙামাটির চিংহ্লমং মারী স্টেডিয়ামে এ টুনামেন্ট অনুষ্ঠিত হয়।

ছেলেদের বিভাগে সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন রূপালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র রজেশ চাকমা এবং সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন একই স্কুলের ছাত্র কলেন চাকমা।

মেয়েদের সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন বাঘাইছড়ি উপজেলার পাকুজ্জ্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী কুদিকা চাকমা এবং সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন একই স্কুলের ফতিকা চাকমা।

চ্যাম্পিয়ন ও সেরা খেলোয়াদের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল আলম। জয়ী ও পরাজিত উভয় দলকে শুভেচ্ছা জানিয়ে এ সময় জেলা প্রশাসক বলেন, ‘খেলতে গেলে কেউ হারবে, কেউ জিতবে। মন খারাপ হওয়ার কিছু নেই। তোমাদের থেকে একদিন দেশের সেরা খেলোয়ার গড়ে উঠবে। শুধু খেলাধুলা করলেই হবে না, পাশাপাশি ভালোভাবে লেখাপড়া চালিয়ে যেতে হবে। ’

তিনি কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে আরও বলেন, এ মাঠে যেন সারা বছর খেলাধুলার ব্যবস্থা থাকে।  

জেলা শিক্ষা কর্মকর্তা মো: জিল্লুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দে। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুণ দেওয়ান।

উল্লেখ্য গত ১৮ অক্টোবর এ টুর্নামেন্টের উদ্বাধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা। জেলার ১০টি উপজেলা থেকে চ্যাম্পিয়ন হয়ে আসা ১০টি বালক দল এবং ১০টি বালিকা দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ২২ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।