ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

টানা পাঁচ ম্যাচে জয়হীন ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
টানা পাঁচ ম্যাচে জয়হীন ম্যানসিটি ছবি: সংগৃহীত

ঢাকা: দুঃসময় যেন পিছু ছাড়ছে না ম্যানচেস্টার সিটির! বার্সেলোনার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর এবার ঘরের মাঠেই ড্রয়ের লজ্জায় ডুবলো তারা। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে জয়হীন পেপ গার্দিওলার শিষ্যরা।

সব মিলিয়ে টানা পাঁচ।

ইতিহাদ স্টেডিয়ামে এভারটন ম্যাচের (১-১, ১৫ অক্টোবর) পুনরাবৃত্তি করলো ম্যানসিটি। সাউদাম্পটনের বিপক্ষে ১-১ সমতায় একরাশ হতাশা নিয়েই মাঠ ছেড়েছেন সিলভা-আগুয়েরো-স্টার্লিংরা।

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় সিটিজেনরা। ২৭ মিনিটে ভিজিটরদের লিড এনে দেন তরুণ ইংলিশ মিডফিল্ডার নাথান রেডমোন্ড। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় উঠতি জার্মান উইঙ্গার লেরয় সেনের পাসে গোল পরিশোধ করেন কেলেচি ইহেনাচো। ম্যাচে ফেরে স্বাগতিকরা। কেভিন ডি ব্রুইনের বদলি হিসেবে নেমেই বাজিমাত করেন ২০ বছর বয়সী এ নাইজেরিয়ান ফরোয়ার্ড। কিন্তু নির্ধারিত সময়ের আগে দু’দলের কেউই আর জালের দেখা পাননি।

ডার্বি ম্যাচের আগে এমন ফলাফল আর খেলোয়াড় আত্মবিশ্বাসের ঘাটতি গার্দিওলার কপালে চিন্তার ভাঁজই ফেলছে! বুধবার (২৬ অক্টোবর) ক্যাপিটাল ওয়ান কাপে (লিগ কাপ) নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানসিটি। ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।


তবে, একদিক থেকে স্বস্তির নিঃশ্বাসই ফেলছেন সিটিজেন সমর্থকরা। পয়েন্ট খোঁয়ালেও ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ম্যানসিটি। শনিবারের (২২ অক্টোবর) ম্যাচে মিডলসবার্গের সঙ্গে গোলশূন্য ড্র করে সবার উপরে চলে আসে আর্সেনাল। একই রাতে ওয়েস্ট ব্রমকে ২-১ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় স্থানে নাম লেখায় লিভারপুল।

৯ ম্যাচ শেষে ছয় জয়, দুই ড্র ও এক পরাজয়ে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন ম্যানসিটি। সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় যথাক্রমে দুইয়ে আর্সেনাল ও তিনে লিভারপুল।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।