ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

সেভিয়াকে হটিয়ে শীর্ষে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
সেভিয়াকে হটিয়ে শীর্ষে রিয়াল

ঢাকা: লা লিগায় নিজেদের নবম ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবোতে  লাস পালমাসকে ২-১ গোলে হারিয়েছে তারা।

 এ জয়ের ফলে সেভিয়াকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো জিনেদিন জিদানের শিষ্যরা।

ম্যাচের সাত মিনিটের মাথায় করিম বেনজেমার গোলে লিড নেয় (১-০) স্বাগতিকরা। ম্যাচের ২৭ মিনিটের মাথায় সাবিন মেরিনো গোল করে সমতায় (১-১) ফেরান লাস পালমাসকে। ৮৩ মিনিটে আলভারো মোরাতার গোলে (২-১) জয় নিয়ে মাঠে ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা।

এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট  ৯ ম্যাচে ২১। এর আগে অ্যাটলেটিক মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে উঠেছিল সেভিয়া। ২০ পয়েন্ট নিয়ে এখন তারা দ্বিতীয় স্থানে রয়েছে। এক পয়েন্ট কম নিয়ে বার্সেলোনা আছে তিন নম্বর অবস্থানে।  

বাংলাদেশ সময়: ০৩২২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।