ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

ব্যালন ডি’অর তালিকায় ‘এমএসএন’, রোনালদো-বেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
ব্যালন ডি’অর তালিকায় ‘এমএসএন’, রোনালদো-বেল ছবি:সংগৃহীত

ঢাকা: বর্ষসেরা ফুটবলারের ‍পুরস্কার ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত ৩০ জনের তালিকা প্রকাশ করেছে ফ্রেঞ্চ ফুটবল। যেখানে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, নেইমার (এমএসএন), ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলের মতো বড় তারকারা রয়েছেন।

বর্তমানে এই পুরস্কারটি বার্সেলোনা তারকা মেসির দখলে।

তালিকায় আরও রয়েছেন ম্যানচেস্টার সিটির বেলজিয়ান স্ট্রাইকার কেভিন ডি ব্রুইন এবং আর্জেন্টিনার সার্জিও আগুয়েরো, অ্যাতলেটিকোর অ্যান্তোনিও গ্রিজম্যান, দিয়েগো গডিন, বুরুশিয়া ডর্টমুন্ডের পিয়ের-এমরিক আয়ুবামায়েং ও জুভেন্টাসের পাওলো দিবালা, জঞ্জালো হিগুয়েন ও  গোলরক্ষক জিয়ানলুইজি বুফন।

এবারের ব্যালন ডি’অর পুরস্কারটি ফিফা ও ফ্রেঞ্চ ফুটবল একত্রিত হয়ে দিচ্ছে না। এর আগে দুটি সংস্থা মিলে বেশ কয়েক বছর বর্ষসেরা ফুটবলারের পুরস্কার এক সঙ্গে দিয়ে আসছিল। যেখানে প্রতিটি জাতীয় দলের কোচ, অধিনায়ক ও সাংবাদিকদের ভোটে নির্বাচিত করা হতো ব্যালন ডি’অর জয়ীকে।

২০১৬’র পুরস্কার জয়ী হিসেবে এগিয়ে রয়েছেন মূলত পর্তুগিজ অধিনায়ক রোনালদোই। কারণ ক্লাব রিয়াল মাদ্রিদকে ১১তম চ্যাম্পিয়নস লিগ জেতানোর পাশাপাশি জাতীয় দলকে জিতিয়েছেন প্রথমবারের মতো ইউরো শিরোপা। তিনি সর্বশেষ ২০১৪ ট্রফিটি জিতেছিলেন। তবে কম যাননা বেলও। রিয়ালের ইউরোপিয়ান ট্রফির পাশাপাশি নিজ দেশ ওয়েলসকে নিয়ে গেছেন ইউরোর সেমিফাইনালে।

২০১৬ ব্যালন ডি'অর এর সংক্ষিপ্ত তালিকা:

লিওনেল মেসি (বার্সেলোনা)
ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ)
নেইমার (বার্সেলোনা)
লুইস সুয়ারেজ (বার্সেলোনা)
সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ)
সার্জিও আগুয়েরো (ম্যান সিটি)
পিয়ের-এমরিক আয়ুবামায়েং (বরুসিয়া ডর্টমুন্ড)
গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ)
জিয়ানলুইজি বুফন (জুভেন্টাস)
কেভিন ডি ব্রুইন (ম্যান সিটি)
পাওলো দিবালা (জুভেন্টাস)
দিয়েগো গোদিন (অ্যাতলেটিকো মাদ্রিদ)
অ্যান্তোনিও গ্রিজম্যান (অ্যাতলেটিকো মাদ্রিদ)
গঞ্জালো হিগুয়েইন (জুভেন্টাস)
জ্লাতান ইব্রাহিমোভিচ (ম্যানচেস্টার ইউনাইটেড)
আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা)
কোকে (অ্যাতলেটিকো মাদ্রিদ)
টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ)
রবার্ট লেভান্ডভস্কি (বায়ার্ন মিউনিখ)
থমাস মুলার (বায়ার্ন মিউনিখ)
লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ)
রিয়াদ মাহরেজ (লিচেস্টার)
হুগো লোরিস (টটেনহ্যাম)
দিমিত্রি পায়েত (ওয়েস্ট হ্যাম)
পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড)
ম্যানুয়েল ন্যুয়ার (বায়ার্ন মিউনিখ)
পেপে (রিয়াল মাদ্রিদ)
রুই প্যাট্রিকো (স্পোর্টিং লিসবন)
জেমি ভার্ডি (লিচেস্টার)
আরতুরো ভিদাল (বায়ার্ন মিউনিখ)

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, ২৪ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।