ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

লিগ কাপের কোয়ার্টারে আর্সেনাল-লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
লিগ কাপের কোয়ার্টারে আর্সেনাল-লিভারপুল ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ লিগ কাপের (ক্যাপিটাল ওয়ান কাপ) কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল ও লিভারপুল। দ্বিতীয় সারির দল রিডিংকে ২-০ ব্যবধানে হারিয়ে মাঠ ছাড়ে গানাররা।

আর টটেনহামের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পায় অল রেডসরা।

এমিরেটস স্টেডিয়ামে খেলা শুরুর ৩৩ মিনিটে আর্সেনালকে লিড এনে দেন অ্যালেক্স ওক্সলেড চেম্বারলিন। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে আবারো স্কোরশিটে নাম লেখান ২৩ বছর বয়সী এ উঠতি ইংলিশ উইঙ্গার। পুরো ম্যাচ জুড়ে গোলের জন্য হাহাকারই ফুটে ওঠে রিডিং শিবিরে। রেফারি শেষ বাঁশি বাজানোর পর শেষ আট নিশ্চিতের উচ্ছ্বাসে মাতে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

অ্যানফিল্ডে লিভারপুল-টটেনহাম ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। স্বাগতিকদের জয়ের নায়ক ইংলিশ ফরোয়ার্ড ড্যানিয়েল স্টারিজ। স্বদেশী চেম্বারলিনের মতো তিনিও জোড়া গোল আদায় করে নেন। শুরুটা করেন ৯ মিনিটে। প্রথমার্ধে এক গোলেই এগিয়ে থাকে ইয়োর্গেন ক্লপের দল।

দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে স্টারিজ নৈপুণ্যে দুই গোলে পিছিয়ে পড়ে টটেনহাম। ১২ মিনিট পরেই পেনাল্টি থেকে ভিজিটরদের ম্যাচে ফেরান তরুণ ডাচ ফরোয়ার্ড ভিনসেন্ট জ্যানসেন। তবে শেষ পর্যন্ত তাদের আর সমতায় ফেরা হয়নি। নির্ধারিত সময়েই খেলা নিষ্পত্তি হয়। স্বস্তির জয়ে কোয়ার্টারে পা রাখে লিভারপুল।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের বাকি তিন ম্যাচে ব্রিস্টল সিটিকে ২-১ গোলে হাল সিটি, নরউইচ সিটির সঙ্গে ২-২ সমতার পর পেনাল্টিতে (৩-২) লিডস ইউনাইটেড ও প্রেস্টন নর্থ ইন্ডকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে নিউক্যাসল ইউনাইটে।

এবার হাইভোল্টেজ ডার্বি ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। বাকি দুই ম্যাচে লড়বে সাউদাম্পটন-সান্ডারল্যান্ড, ওয়েস্ট হাম-চেলসি। বাংলাদেশ সময় অনুযায়ী, তিনটি ম্যাচই শুরু হবে বুধবার (২৬ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টায়।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।