ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

সিটির বিপক্ষে ম্যানইউ’র জয়, হেরে গেল চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
সিটির বিপক্ষে ম্যানইউ’র জয়, হেরে গেল চেলসি ছবি:সংগৃহীত

ঢাকা: লিগ কাপের ডার্বি ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ম্যানচেস্টার ইউনাইটেড। অপরদিকে ওয়েস্ট হাম ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে হেরে আসর থেকে ছিটকে গেল চেলসি।

ঘরের মাঠ ওল্ড ট্রাফোডে হুয়ান মাতার একমাত্র গোলে নগরপ্রতিদ্বন্দ্বীদের হারায় হোসে মরিনহোর দল। এ জয়ের ফলে ক’দিন আগে লিগে চেলসির বিপক্ষে ৪-০ গোলে হারের পর নিজেদের ফিরে পেল স্বাগতিকরা।

অন্যদিকে চিন্তার ভাঁজ পড়েছে সিটি কোচ পেপ গার্দিওলার কপালে। কারণ সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ ছয় ম্যাচে জয়হীন তার শিষ্যরা।

এদিন হাইভোল্টেজ এ ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে জ্লাতান ইব্রাহিমোভিচের সহায়তায় গোল করে দলের জয় নিশ্চিত করেন স্প্যানিশ স্ট্রাইকার মাতা। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মরিনহো শিষ্যরা।

এদিকে অপর ম্যাচে ওয়েস্ট হামের মুখোমুখি হয় চেলসি। তবে লন্ডন স্টেডিয়ামে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় অ্যান্তোনিও কোন্তের শিষ্যদের। এদিন ম্যাচের ১১ মিনিটে চেইকহু কোয়েটা ও ৪৮ মিনিটে এডিমিলসন ফার্নান্দেস স্বাগতিকদের এগিয়ে নেন। তবে চেলসি ফুটবলার গ্যারি কাহিল ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করলেও তা হার থেকে বাঁচাতে পারেনি।

এ জয়ের ফলে শেষ আটে ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে ওয়েস্ট হামের।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।