ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

ভিন্ন ম্যাচে জুভেন্টাস, ইন্টারের জয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
ভিন্ন ম্যাচে জুভেন্টাস, ইন্টারের জয় ছবি:সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান সিরিআ লিগের ভিন্ন ম্যাচে জয় পেয়েছে জুভেন্টাস ও ইন্টার মিলান। সাম্পোদোরিয়াকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে জুভিরা।

অন্যদিকে তুরিনকে ২-১ গোলে হারায় ইন্টার।

ঘরের মাঠ তুরিনে জিওর্জিও চিয়েল্লিনির জোড়া গোলের সঙ্গে মারিও মানজুকিচ ও মিরালেম পাজিনিকের একটি গোলে বড় জয় পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নসরা। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে সাম্পোদোরিয়ার হয়ে প্যাট্রিক স্চিক একটি গোল পরিশোধ করেন।

রাতের অপর ম্যাচে ঘরের মাঠ সান সিরোতে মাউরো ইকার্দির জোড়া গোলে তুরিনের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে মাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা।

এ জয়ের ফলে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দশে আছে ইন্টার। আর সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভিরা।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।