ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

ব্রাজিলের বিপক্ষে মেসির সঙ্গে ফিরছেন লাভেজ্জি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
ব্রাজিলের বিপক্ষে মেসির সঙ্গে ফিরছেন লাভেজ্জি ছবি:সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে ফিরছেন আর্জেন্টিনার নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি। তবে তরুণ স্ট্রাইকার পাওলো দিবালার ইনজুরিতে সুযোগ পাচ্ছেন ‍অভিজ্ঞ ইজিকুয়েল লাভেজ্জি।

সেই সঙ্গে মিডফিল্ডার ফার্নান্দো বেলুশ্চিও স্কোয়াডে ফিরেছেন।

দলের কোচ এদগার্দো বাউজা এর আগে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জুভেন্টাস তারকা দিবালাকে দলে নিয়েছিলেন। তবে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ছিটকে যেতে হয় ২২ বছরের এ স্ট্রাইকারকে।

এদিকে দিবালার ইনজুরিতে বাউজা সুযোগ দিয়েছেন হেবি চায়না ফরচুনার স্ট্রাইকার লাভেজ্জিকে। জাতীয় দলের হয়ে ৫১ ম্যাচ খেলা পিএসজির সাবেক এই তারকার ওপর ভরসা রাখছেন কোচ।

কোপা আমেরিকায় চিলির বিপক্ষে ফাইনালের হারের পর সময়টা ভালো যাচ্ছে না আলবেসেলিস্তাদের। বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে জিতলেও হারতে হয়েছে প্যারাগুয়ের মতো দলের বিপক্ষে। এছাড়া ভেনেজুয়েলা ও পেরুর বিপক্ষে ড্র করেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আগামী ১১ নভেম্বর ব্রাজিলের মাঠ বেলো হোরিজোন্তে সেলেকাওদের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাছাইপর্বে এখন পর্যন্ত ১০ ম্যাচে চার জয়, সমান ড্র ও দুই হারে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে রয়েছে বাউজার শিষ্যরা। সমান ম্যাচে ছয় জয়, তিন ড্র ও এক হারে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।