ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

জাবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় ইতিহাস বিভাগ চ্যাম্পিয়ন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
জাবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় ইতিহাস বিভাগ চ্যাম্পিয়ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় দর্শন বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইতিহাস বিভাগ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে ইতিহাস বিভাগ ১-০ গোলে দর্শন বিভাগকে পরাজিত করে। ইতিহাস বিভাগের পক্ষে একমাত্র গোল করেন আশিক আল অনিক (ইতিহাস ৪৪ ব্যাচ)।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের।

এ সময় উপস্থিত ছিলেন- প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদ, ইতিহাস বিভাগের সভাপতি এটিএম আতিকুর রহমানসহ ইতিহাস ও দর্শন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৬
জিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।