ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

সাবেক ক্লাবের বিপক্ষে হিগুয়েইনের গোল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
সাবেক ক্লাবের বিপক্ষে হিগুয়েইনের গোল ছবি:সংগৃহীত

ঢাকা: সাবেক ক্লাব নাপোলিকে পেয়েই গোল করে বসলেন গঞ্জালো হিগুয়েইন। তাও আবার তার গোলেই জয় নিশ্চিত করে জুভেন্টাস।

এদিন নাপোলিকে ২-১ গোলে হারায় ইতালিয়ান সিরিআ লিগের চ্যাম্পিয়নরা।

শনিবার রাতে ঘরের মাঠ তুরিনে নাপোলিকে আতিথিয়েতা জানায় ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা। তবে এদিন ম্যাচের প্রথমার্ধ দু’দলই কোনো গোলের দেখা ‍পায়নি।

বিরতির পর খেলার ৫০ মিনিটে লিওনার্দো বোনুচ্চির গোলে লিড পায় জুভিরা। তবে চার মিনিট পরেই হোসে কালেজনের শটে সমতায় ফেরে নাপোলি। কিন্তু ৭০ মিনিটে হিগুয়েইন দারুণ এক গোল করে এগিয়ে নেন দলকে। তবে গোল করে কোনো ধরনের উদযাপন করেননি এই আর্জেন্টাইন। হয়তো সাবেক ক্লাব বলেই! এই ক্লাবের হয়ে পার করেছেন ক্যারিয়ারের তিন বছর।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যালিগ্রির শিষ্যরা।

আর এ জয়ের ফলে ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই রইল জুভেন্টাস। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে নাপোলি।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।