ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

মাইলফলক ছুঁয়েছেন সিআর সেভেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
মাইলফলক ছুঁয়েছেন সিআর সেভেন ক্রিস্টিয়ানো রোনালদো-ছবি:সংগৃহীত

ঢাকা: ক্যারিয়ারের অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব ফুটবলে লিগের খেলায় ৩৫০ গোলের রেকর্ড গড়েন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার।

এখন পর্যন্ত তিনটি দলের হয়ে খেলে এমন দূতি ছড়ান তিনি।

লা লিগার সবশেষ ম্যাচে আলাভেজের মুখোমুখি হয় জিনেদিন জিদানের শিষ্যরা। ম্যাচে পর্তুগিজ অধিনায়কের হ্যাটট্রিকে ৪-১ ব্যবধানে জয় পায় গ্যালাকটিকোরা। আর এরই মধ্যে স্পোর্টিং, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়ালের হয়ে লিগ ম্যাচে ৩৫০ গোলের মাইলফলক নিজের নামের পাশে যোগ করেন তিনি।

পর্তুগিজ ক্লাব স্পোর্টিংয়ের হয়ে করেছিলেন তিনটি গোল। পরে ইংলিশ জায়ান্ট ম্যানইউ’র হয়ে ছয় মৌসুমে করেন ৮৪টি গোল। আর রিয়ালের হয়ে এখন পর্যন্ত করেছেন ২৬৩ গোল। মজার কথা মাত্র ২৪৩ ম্যাচে লা লিগার গোলগুলো করেন ব্যালন ডি’অর জয়ী এ তারকা।

এদিকে আলাভেজের জালে গোল করার ফলে স্প্যানিশ শীর্ষ লিগে খেলা সব দলের বিপক্ষেই স্কোর করার রেকর্ডও গড়লেন রোনালদো। এছাড়া আর মাত্র ছয়টি গোল করতে পারলেই সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।