ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

ফুটবল

বার্সার হারের রাতে অন্য জায়ান্টদের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
বার্সার হারের রাতে অন্য জায়ান্টদের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ম্যানচেস্টার সিটির মাঠে এগিয়ে থেকেও ৩-১ গোলে হারের লজ্জায় ডোবে বার্সেলোনা। কাতালানদের দুঃস্বপ্নময় রাতে জয়োল্লাসে মাতে অন্য ইউরোপিয়ান জায়ান্টরা।

বায়ার্ন মিউনিখ, পিএসজি, আর্সেনাল ও অ্যাতলেতিকো মাদ্রিদ প্রত্যাশিত জয় তুলে নেয়। অবশ্য, হোঁচট খেয়েছে ইতালির নাপোলি।

ডাচ ক্লাব পিএসভির মাঠে প্রথমে পিছিয়ে থাকলেও ২-১ গোলের কষ্টার্জিত জয় পায় বায়ার্ন। বাভারিয়ানদের হয়ে দু’বারই স্কোরশিটে নাম লেখান পোলিশ ‘গোলমেশিন’ রবার্ট লেভানডফস্কি।

‘ডি’ গ্রুপের অপর ম্যাচে ঘরের ‍মাঠে রাশিয়ার রোস্তভকে সমান ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাতলেতিকো। দু’টি গোলই (২৮ ও ৯০+৩ মিনিট) করেন ফ্রেঞ্চ তারকা অ্যান্তোনি গ্রিজম্যান।

বুলগেরিয়ার লুদোগোরেতসের বিপক্ষে খেলা শুরুর ১৫ মিনিটের মধ্যেই ‍দুই গোলে পিছিয়ে পড়ে ভিজিটর আর্সেনাল। তবে প্রথমার্ধেই মিডফিল্ডার গ্রানিত জাকা ও অলিভার জিরুদ নৈপুণ্যে সমতায় ফেরে গানাররা। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে জয়সূচক গোলটি করেন জার্মান তারকা মেসুত ওজিল।

‘এ’ গ্রুপের অপর ম্যাচে বাসেলের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। ৪৩ মিনিটে ফ্রেঞ্চ জায়ান্টদের লিড এনে দেন ব্লেইস মাতুইদি। ৭৬ মিনিটে সমতায় ফেরে সুইসরা। আর অন্তিম মুহূর্তে স্বাগতিকদের হতাশায় ডোবান বেলজিয়ান ডিফেন্ডার থমাস মুনিয়ের। চার ম্যাচ শেষে সমান তিন জয় ও এক ড্রয়ে পয়েন্ট সমান (১০) হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষেই আর্সেনাল।

‘বি’ গ্রুপের ম্যাচে তুরস্কের বেসিকতাসের সঙ্গে ১-১ সমতায় পয়েন্ট খোঁয়ালেও শীর্ষস্থানটা নাপোলির দখলেই। ইউক্রেনের ডায়নামো কিয়েভকে ১-০ গোলে হারিয়ে দুইয়ে উঠে এসেছে পর্তুগিজ চ্যাম্পিয়ন বেনফিকা।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
এমআরএম

আরওও পড়ুন... অন্য ম্যানসিটিকে দেখলো বার্সা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।