ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কিংবদন্তি রাউলকে টপকে শীর্ষে মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
কিংবদন্তি রাউলকে টপকে শীর্ষে মেসি ছবি: সংগৃহীত

ঢাকা: ইতিহাদ স্টেডিয়ামে লিওনেল মেসির গোলে এগিয়ে থেকেও ম্যাচ শেষে বার্সেলোনার সঙ্গী হয় ৩-১ গোলে হারের লজ্জা। তবে ম্যানচেস্টার সিটির কাছে দলের হতাশার রাতে ব্যক্তিগত রেকর্ডটা আরো সমৃদ্ধ করেছেন মেসি।

এটি ছিল চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে তার ৫৪তম গোল।

এর মধ্য দিয়ে সাবেক রিয়াল মাদ্রিদ কিংবদন্তি রাউল গঞ্জালেজকে টপকে গেছেন বার্সার প্রাণভোমরা। ইউরোপের প্রিমিয়ার ক্লাব প্রতিযোগিতার গ্রুপ স্টেজের সর্বোচ্চ গোলস্কোরার এখন মেসি। রিয়াল ও শালকের হয়ে ৫৩টি গোল করেছিলেন রাউল।

চ্যাম্পিয়নস লিগে ইংলিশ ক্লাবের বিপক্ষে মেসির গোলস্কোরিং রেকর্ডটাও চোখে পড়ার মতো। শেষ ১৪ ম্যাচে ১৬ বার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। বলা বাহুল্য, ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত গ্রুপ পর্বের প্রথম লেগে মেসির হ্যাটট্রিকে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ম্যানসিটি।

সব মিলিয়ে ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে মেসির গোলসংখ্যা গিয়ে দাঁড়ালো ৯০-তে। যেখানে পাঁচ গোলে এগিয়ে তার প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। তবে গ্রুপ পর্বের পরিসংখ্যানে খানিকটা পিছিয়ে রিয়ালের মাদ্রিদের পর্তুগিজ আইকন (৫১)।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।