ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

পিছিয়ে থেকেও মোহামেডানের জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
পিছিয়ে থেকেও মোহামেডানের জয় ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে রহমতগঞ্জের বিপক্ষে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে ঢাকা মোহামেডান। ইসমাইল বাঙ্গুরার শেষ মুহূর্তের গোলে এবারের আসরে দারুণ খেলতে থাকা রহমতগঞ্জকে ২-১ গোলে হারায় ঢাকার জায়ান্ট দলটি।

এদিন ম্যাচের ২৭ মিনিটে ম্যাচে লিড নেয় রহমতগঞ্জ দওদা সিসের দারুণ এক হেডে এগিয়ে যায় তারা। তবে ম্যাচের ৪০ মিনিটে মোহামেডান মিডফিল্ডার নেজকু প্যাটরিসের হেডে সমতায় ফেরে দলটি। পরে ১-১ গোলে সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল।

বিরতির পর দু’দলই আক্রমণের ধার বাড়িয়ে দেয়। তবে ম্যাচের নির্ধারিত সময়ের মাত্র ছয় মিনিট আগে ব্যবধান গড়ে দেন গিনিয়ান তারকা ইসমাইল। তার হেডেই ২-১ গোলের জয় নিশ্চিত হয় মোহামেডানের।

এই হারে ১২ ম্যাচে ২২ পয়েন্টেই রইল রহমতগঞ্জ। আর ১২ পয়েন্ট জমা করেছে মোহামেডান।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ০২ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।