ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় অগ্রদূত ক্লাবের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়েছে।
 
শুক্রবার (০৪ নভেম্বর) বিকেলে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবন মাঠে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


 
পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুর রহমান বিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বগুড়া চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ।
 
সেখানে আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল রাজি জুয়েল, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল আলম শাওন, ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসান নিরব প্রমুখ।

শেষে অতিথিরা টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এমবিএইচ/জিপি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।