ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ফুটবল

নতুন উচ্চতায় আগুয়েরো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
নতুন উচ্চতায় আগুয়েরো ছবি: সংগৃহীত

ঢাকা: ম্যানচেস্টার সিটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার আরও কাছে সার্জিও আগুয়েরো। সিটিজেনদের জার্সিতে ১৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন আর্জেন্টাইন তারকা।

কিন্তু তার ব্যক্তিগত অর্জনের রাতে ঘরের মাঠেই পয়েন্ট খোঁয়ায় ম্যানসিটি। মিডলসব্রোর বিপক্ষে লিগ ম্যাচটিতে আগুয়েরোর গোলে এগিয়ে থেকেও অন্তিম মুহূর্তে ড্রয়ের (১-১) হতাশায় ডোবে পেপ গার্দিওলার শিষ্যরা।

সে যাই হোক, ম্যানসিটির ক্লাব ইতিহাসের গোলস্কোরার তালিকায় ষষ্ঠ স্থানে আগুয়েরো। চলতি মৌসুমে তার পারফরম্যান্স তো দুর্দান্তই বলা চলে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে করে ফেলেছেন ১৪ গোল।

শীর্ষে থাকা ক্লাবের প্রয়াত ইংলিশ কিংবদন্তি এরিক ব্রুকের ১৭৭ গোলের রেকর্ড থেকে আর মাত্র ২৭ স্ট্রাইক দূরে আগুয়েরো। ২০১৬-১৭ মৌসুমেই রেকর্ড-বুক পাল্টে দেওয়ার হাতছানি তার সামনে!

২০১১ সালে অ্যাতলেতিকো মাদ্রিদ ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমান আগুয়েরো। ২২৩তম ম্যাচে এসে মাইলফলক ছোঁয়া গোলটি করেন ২৮ বছর বয়সী এ স্ট্রাইকার।

ম্যানসিটির সর্বকালের সেরা দশ গোলস্কোরার:

১। এরিক ব্রুক (ইংল্যান্ড) - ১৭৭ গোল।
২। টমি জনসন (ইংল্যান্ড) - ১৬৬
৩। কলিন বেল (ইংল্যান্ড) - ১৫৩
৪। জো হায়েস (ইংল্যান্ড) - ১৫২
৫। বিলি মেরেডিথ (ওয়েলস) - ১৫২
৬। সার্জিও আগুয়েরো (আর্জেন্টিনা) - ১৫০
৭। ফ্রান্সিস লি (ইংল্যান্ড) - ১৪৮
৮। টমি ব্রোয়েল (ইংল্যান্ড) - ১৩৯
৯। বিলি গিলেস্পি (স্কটল্যান্ড) - ১৩২
১০। ফ্রেড টিলসন (ইংল্যান্ড) - ১৩২

এর মধ্যে একমাত্র আগুয়েরোই এখনো পেশাদার ফুটবলে আছেন। কলিন বেল (৭০) ও ফ্রান্সিস লি (৭২) ছাড়া বাকি সাতজনই প্রয়াত।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।