ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ফুটবল

পাস্তোরেকে পেতে মরিয়া চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
পাস্তোরেকে পেতে মরিয়া চেলসি ছবি: সংগৃহীত

ঢাকা: জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে চেলসির পছন্দের তালিকায় সবার উপরে হাভিয়ের পাস্তোরে। পিএসজির আর্জেন্টাইন মিডফিল্ডারকে দলে ভেড়াতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন অ্যান্তোনিও কন্তে।

ধারের চুক্তিতে সেস ফ্যাব্রিগাসের ক্লাব ছাড়ার গুঞ্জনে মাঝমাঠ পুনর্গঠনে চোখ রাখছেন চলতি মৌসুমে ব্লুজদের দায়িত্ব নেওয়া ইতালিয়ান কোচ।

ব্রিটিশ দৈনিক ‘ডেইলি মেইল’র বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে। সূত্রমতে, চেলসি ছাড়ার বিষয়ে নিজে থেকে এখনো কোনো ইঙ্গিত দেননি সাবেক অার্সেনাল ও বার্সা তারকা ফ্যাব্রিগাস। বলা হচ্ছে, স্ট্যামফোর্ড ব্রিজে থেকে যেতে চাইছেন ২৯ বছর বয়সী এ স্প্যানিশ মিডফিল্ডার।

সে যাই হোক, ফ্যাব্রিগাসের বিকল্প হিসেবে এরই মধ্যে ২৭ বছর বয়সী পাস্তোরের রেসে আছেন কন্তে। ইন্টার মিলানের তরুণ ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিককেও বিবেচনায় রাখছেন তিনি।

ফরাসি চ্যাম্পিয়নরা পাস্তোরেকে ছাড়বে কিনা সেটিও কিন্তু দেখার বিষয়। ২০১১ সাল থেকে পিএসজির জার্সিতে খেলছেন তিনি। অন্যদিকে, ফ্যাব্রিগাসের ধারে খেলতে যাওয়াটাও নিশ্চিত নয়। জানুয়ারির দলবদলের বাজারেই হয়তো এর একটা সুরাহা হবে!

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।