ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এল ক্লাসিকোতে ক্রুসহীন রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
এল ক্লাসিকোতে ক্রুসহীন রিয়াল মাদ্রিদ টনি ক্রুস (ডানে)/ছবি: সংগৃহীত

ডিসেম্বরের শুরুতে এল ক্লাসিকো ম্যাচের আগে বড় ধরনের দুঃসংবাদ পেল জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। ডান পায়ের ইনজুরিতে দুই মাস মাঠের বাইরে থাকতে পারেন মাঝমাঠের সেরা অস্ত্র টনি ক্রুস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

ঢাকা: ডিসেম্বরের শুরুতে এল ক্লাসিকো ম্যাচের আগে বড় ধরনের দুঃসংবাদ পেল জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। ডান পায়ের ইনজুরিতে দুই মাস মাঠের বাইরে থাকতে পারেন মাঝমাঠের সেরা অস্ত্র টনি ক্রুস।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

আগামী ৩ ডিসেম্বর (শনিবার) ন্যু ক্যাম্পে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার মুখোমুখি হবে রিয়াল। বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। তার আগে গ্যালাকটিকোদের সামনে আরো চারটি ম্যাচ। আগামী ২০ নভেম্বর অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে নামবে লস ব্লাঙ্কসরা। পরের ‍তিন ম্যাচের প্রতিপক্ষ যথাক্রমে স্পোর্টিং লিসবন (চ্যাম্পিয়নস লিগ), স্পোর্টিং গিজন (লা লিগা), কালচারাল লিওনেসা (কোপা দেল রে)।

লেগানেসের বিপক্ষে (৩-০) গত ৬ নভেম্বরের জেতা ম্যাচটিতে পায়ের ইনজুরিতে ভোগেন ২৬ বছর বয়সী ক্রুস। পায়ের পাতায় ফ্র্যাকচার ধরা পড়ে। দ্রুত উন্নতি ছাড়া স্বাভাবিক পুনবার্সনের সময়কাল দুই মাসের।

ক্রুসের অনুপস্থিতি জিদানের কপালে চিন্তার ভাঁজই ফেলছে! সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১১টি ম্যাচেই পুরো ৯০ মিনিট তাকে মাঠে রাখেন ফ্রেঞ্চ কিংবদন্তি। দুর্দান্ত ফর্মে থাকা এ মিডফিল্ডার গত মাসেই সান্তিয়াগো বার্নাব্যুতে ছয় বছরের নতুন চুক্তিতে সই করেন।

জিদানের ক্রুসের প্রতি অতি নির্ভরশীলতা নিয়েও প্রশ্ন ওঠে। তবে এসব বিষয়ে মোটেও উদ্বিগ্ন নন রিয়াল কোচ। কিন্তু এখন তাকে মাঝমাঠের কৌশল নিয়ে ভাবতে হচ্ছে। গত সেপ্টেম্বরে এসপানিওল ম্যাচে পা ভাঙার পর থেকেই খেলার বাইরে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। এ দু’জনের অভাব পূরণের দায়িত্ব লুকা মডরিচ ও মাতেও কোভাচিচের কাঁধে।

এদিকে, স্যান ম্যারিনোর বিপক্ষে শুক্রবারের (১১ নভেম্বর) বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ ও চারদিন পর ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচে ক্রুসকে পাচ্ছে না জার্মানি।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।