ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের টানা ষষ্ঠ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের টানা ষষ্ঠ জয় ছবি: সংগৃহীত

২০১৮ বিশ্বকাপের টিকিট নিশ্চিতে টানা ষষ্ট জয় পেল ব্রাজিল। গত সপ্তাহে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারানোর পর এবার পেরুর মাঠ থেকে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়লো পেলের উত্তরসূরিরা।

ঢাকা: ২০১৮ বিশ্বকাপের টিকিট নিশ্চিতে টানা ষষ্ট জয় পেল ব্রাজিল। গত সপ্তাহে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারানোর পর এবার পেরুর মাঠ থেকে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়লো পেলের উত্তরসূরিরা।

এই পেরুর কাছে হেরেই ২০১৬ কোপা আমেরিকার গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল নেইমারবিহীন ব্রাজিল। মধুর প্রতিশোধই নিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যদিও স্বাগতিকদের ডিফেন্স দেয়াল ভাঙতে ঘাম ঝরাতে হয় সেলেকাওদের।

প্রথমার্ধে দু’দলের কেউই জালের দেখা পাননি। বিরতির পর ৫৮ মিনিটের মাথায় ব্রাজিলকে লিড এনে উঠতি তারকা গ্যাব্রিয়েল জেসুস। ২০ মিনিট পর জেসুসের পাস থেকেই স্কোরশিটে নাম লেখান মিডফিল্ডার রেনাতো অগাস্টো।

দুর্দান্ত জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আরো সুসংহত হলো। ১২ ম্যাচ শেষে আট জয়, তিন ড্র ও এক হারে ব্রাজিলের সংগ্রহ ২৭। সমান ম্যাচে মাত্র ১৪ পয়েন্টে পেরুর অবস্থান আট নম্বরেই। চিলির ‍কাছে হারলেও ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। কলম্বিয়াকে হারিয়ে জয়ে ফেরা আর্জেন্টিনা (১৯) পঞ্চম স্থানে উঠে এসেছে। শীর্ষে পাঁচের বাকি দুই দল যথাক্রমে ইকুয়েডর (২০) ও চিলি (২০)।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এমআরএম

আরও পড়ুন... মেসি ম্যাজিকে জয়ে ফিরলো আর্জেন্টিনা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।