ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনায় পঞ্চম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বরিশাল দল আমতলী দলকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে।

বরগুনা: বরগুনায় পঞ্চম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বরিশাল দল আমতলী দলকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেল ৩ টায় বরগুনা স্টেডিয়াম মাঠে আয়োজিত খেলায় উভয় দলকে অভিনন্দন দিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য এড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বিজয় বসাক, পৌর মেয়র শাহাদাত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ: রশিদ, সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, স্হানীয় গন্যমান্য ব্যক্তিরা। ম্যাচে উপস্থিত থেকে ২০ হাজারেরও বেশি দর্শক খেলা উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ১৭ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।