ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

ফুটবল

মরিনহোর স্বপ্ন ভেঙে দিলেন জিরুদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
মরিনহোর স্বপ্ন ভেঙে দিলেন জিরুদ ছবি:সংগৃহীত

আর্সেনালের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে জয়ের স্বপ্ন প্রায় দেখেই ফেলেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো। তবে সেই স্বপ্ন শেষ দিকে ভেঙে দেন আর্সেনাল স্ট্রাইকার অলিভার জিরুদ। ম্যাচের নির্ধারিত সময়ের এক মিনিট আগে ফ্রেঞ্চ তারকা গোল করলে ১-১ ব্যবধানের সমতা নিয়ে মাঠ ছাড়ে দু’দল।

ঢাকা: আর্সেনালের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে জয়ের স্বপ্ন প্রায় দেখেই ফেলেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো। তবে সেই স্বপ্ন শেষ দিকে ভেঙে দেন আর্সেনাল স্ট্রাইকার অলিভার জিরুদ।

ম্যাচের নির্ধারিত সময়ের এক মিনিট আগে ফ্রেঞ্চ তারকা গোল করলে ১-১ ব্যবধানের সমতা নিয়ে মাঠ ছাড়ে দু’দল।

এ ম্যাচে মরিনহো ও আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার নতুন ভাবে সাক্ষাত করেন। কারণ এর আগে দু’জনের শত্রুতা ছিল মরিনহো যখন চেলসির কোচ ছিলেন। দু’জন এর আগে ১১বার দেখা করেছেন। তবে কোনো বারই জিততে পারেননি ওয়েঙ্গার। এবারও পারলেন না। কিন্তু মরিনহোর জয়ে যেন কাঁটা হয়ে থাকলেন।

ঘরের মাঠ ওল্ড ট্রাফোডে এদিন গানারদের আতিথিয়েতা জানায় ম্যানইউ। তবে খেলার প্রথমার্ধ দু’দলের কেউই গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় তারা।

বিরতির পর আক্রমণের ধারা বাড়িয়ে দেয় রেড ডেভিলসরা। ফলে ম্যাচের ৬৮ মিনিটে হুয়ান মাতার দারুণ এক শটে লিড নেয় স্বাগতিকরা। এই নিয়ে দলটি যখন জয়ের দ্বার প্রান্তে ঠিক তখনই বাঁধ সাধে সফরকারীরা। খেলার ৮৯ মিনিটে গোল করে বসেন জিরুদ।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।