ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসি-সুয়ারেজকে ছাড়া জয়হীন বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
মেসি-সুয়ারেজকে ছাড়া জয়হীন বার্সা

লা লিগার চলমান আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা জিততে পারেনি মালাগার বিপক্ষে। নিজেদের ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে প্রায় ৮৪ হাজার দর্শককে অবাক করে দিয়ে কাতালানদের গোলশূন্য ড্র মেনে নিতে হয়।

ঢাকা: লা লিগার চলমান আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা জিততে পারেনি মালাগার বিপক্ষে। নিজেদের ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে প্রায় ৮৪ হাজার দর্শককে অবাক করে দিয়ে কাতালানদের গোলশূন্য ড্র মেনে নিতে হয়।

বার্সার হয়ে প্রথম একাদশে মাঠে নামেন টার স্টেগেন, সার্জি রবার্তো, জেরার্ড পিকে, মাশ্চেরানো, লুকাস ডিগনে, রাফিনহা, বুসকেটস, ডেনিস সুয়ারেজ, আরদা তুরান, আলকাসের, নেইমার। চলতি মৌসুমে পাঁচবার হলুদ কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় ছিলেন লু্ইস সুয়ারেজ। ম্যাচের আগে পেটের সমস্যায় বমি করেন মেসি। ফলে, মেসি-সুয়ারেজকে ছাড়াই মাঠে নামতে হয় স্বাগতিকদের। এ ম্যাচের মধ্যদিয়ে বার্সার হয়ে ৪০০তম ম্যাচ খেলতে নামেন বুসকেটস।

ম্যাচের দশম মিনিটে ব্রাজিল তারকা নেইমারের জোরালো শট ফিরিয়ে দেন মালাগার গোলরক্ষক কামেনি। ২৭তম মিনিটে ডেনিস সুয়ারেজ আর সার্জি রবার্তোর প্রচেষ্টাও বিফলে যায়। ৩১ মিনিটের মাথায় লুকাস ডিগনের কাছে বল বাড়ান রাফিনহা। ডিগনের শটও ফিরিয়ে দেন আতিথ্য নেওয়া গোলরক্ষক।

প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটের মাথায় আবারো আক্রমণে যান নেইমার। ফাঁকায় বল পেয়ে তার নেওয়া শটের আগেই রেফারি অফসাইটের বাঁশি বাজান। ৫৬তম মিনিটে অতিথি মালাগার তারকা জুয়ানকারের জোরালো শট বার্সার সাইডবারে লাগলে এ যাত্রায় বেঁচে যায় স্বাগতিকরা।

৬৮ মিনিটে দশজনের দলে পরিণত হয় মালাগা। লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় হাভিয়ের রিয়োসকে। বল নিয়ে আক্রমণে যাওয়া নেইমারকে বাজেভাবে ট্যাকল করলে তাকে লাল কার্ড দেখতে হয়।

৮০ মিনিটের মাথায় বদলি খেলোয়াড় হিসেবে নামা বার্সার তারকা ইভান রেকিটিকের শট মালাগার গোলবারের উপর দিয়ে বেরিয়ে যায়। ৮৪ মিনিটে আরেক বদলি খেলোয়াড় আন্দ্রে গোমেজের হেড মালাগার জালে জড়ালেও অফসাইটের কারণে গোলটি বাতিল হয়। যোগ করা অতিরিক্ত সময়ে গোমেজের তুলে দেওয়া বলে দুর্দান্ত হেড করেন নেইমার। এবারও তাকে হতাশ করেন মালাগার গোলরক্ষক কামেনি। এক মিনিট পরেই জুয়ানকার লাল কার্ড দেখে মাঠের বাইরে যান। তবে, ম্যাচের বাকি সময়েও নয়জনের মালাগার জালে বার্সার কেউ বল জড়াতে পারেনি।

১২ ম্যাচ খেলে বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহ বেড়ে দাঁড়ালো ২৭ পয়েন্ট। আপাতত পয়েন্ট টেবিলের দুইয়ে থাকতে হচ্ছে মেসি-নেইমার-সুয়ারেজদের বার্সাকে।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, ১৯ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।