ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নেইমারের বিশ্বসেরা হতে মেসির বিকল্প নেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
নেইমারের বিশ্বসেরা হতে মেসির বিকল্প নেই ছবি: সংগৃহীত

বার্সেলোনায় লিওনেল মেসির ক্যারিয়ারে রোনালদিনহোর প্রভাব ছিল স্পষ্ট। বরাবরই ব্রাজিলিয়ান তারকাকে পাশে পেয়েছিলেন। এখন যেমন মেসির পাশে খেলে ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছেন নেইমার।

ঢাকা: বার্সেলোনায় লিওনেল মেসির ক্যারিয়ারে রোনালদিনহোর প্রভাব ছিল স্পষ্ট। বরাবরই ব্রাজিলিয়ান তারকাকে পাশে পেয়েছিলেন।

এখন যেমন মেসির পাশে খেলে ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছেন নেইমার।

মেসির হাত ধরেই অদূর ভবিষ্যতে বিশ্বসেরা খেলোয়াড় হবেন নেইমার। ব্রাজিলের বিশ্বকাপ জয়ী (১৯৯৪) সাবেক খেলোয়াড় মাজিনহোর বিশ্বাসটা এমনই। স্বদেশী তারকার উন্নতির পেছনে আর্জেন্টাইন আইকনের ভূমিকার ভূয়সী প্রশংসাই করেছেন তিনি।

গত বছর বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব ব্যালন ডি’অর ট্রফি জেতার দৌড়ে মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পর তৃতীয় হন নেইমার। চলতি বছরের শ্রেষ্ঠত্বের লড়াইয়েও সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন রিও অলিম্পিক হিরো।

মাজিনহোর চোখে, নেইমারের বিশ্বসেরা হিসেবে বিবেচিত হওয়াটা কেবল সময়ের ব্যাপার। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নিকট ভবিষ্যতে বিশ্বের সেরা খেলোয়াড় হবে নেইমার। বিশ্বসেরা হতে তাকে সাহায্য করবে মেসি। প্রত্যেক গ্রেট প্লেয়ারই অন্য গ্রেট প্লেয়ারকে সাহায্য করে। নেইমারের উন্নতিতে মেসি অনেক অবদান রেখেছে এবং সে (নেইমার) এরই মধ্যে সেরাদের একজন। ’

সবশেষ রোনালদিনহোদের হাত ধরে ২০০২ বিশ্বকাপ ঘরে তোলে ব্রাজিল। এরপর থেকেই পেলের উত্তরসূরিদের ‍কাছে ওয়ার্ল্ডকাপ ট্রফিটা অধরা। মাজিনহো আশাবাদী, ২০১৮ রাশিয়া বিশ্বকাপে দলকে সামনে থেকেই নেতৃত্ব দেবেন ২৪ বছর বয়সী নেইমার। বর্তমানে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে টানা ষষ্ঠ জয়ে উড়ছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ব্রাজিল।

পরবর্তী বিশ্বকাপে নেইমারকে ঘিরে মাজিনহোর ভাবনা, ‘ব্রাজিল ফুটবল ও ওয়ার্ল্ড ফুটবলে অন্যতম সেরা প্রতিভা নেইমার। সে হবে রাশিয়া ওয়ার্ল্ডকাপের লিডার। আশা করছি, আমরা শিরোপা জিতবো। ’

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।