ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

কারওয়ান বাজার ও ফকিরেরপুলের পয়েন্ট ভাগাভাগি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
কারওয়ান বাজার ও ফকিরেরপুলের পয়েন্ট ভাগাভাগি

মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় কারওয়ান বাজার প্রগতি সংঘ ও ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব। ম্যাচে অবশ্য কেউ জেতেনি।

ঢাকা: মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় কারওয়ান বাজার প্রগতি সংঘ ও ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব। ম্যাচে অবশ্য কেউ জেতেনি।


 
১-১ গোলের সমতায় শেষ হয়েছে ম্যাচটি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে কারওয়ান বাজার ও ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব।
 
রোববার (২০ নভেম্বর) অবশ্য ম্যাচে প্রথমে লিড নিয়েছিল ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব। খেলার তৃতীয় মিনিটে ইন্দ্রজিতের গোলে এগিয়ে যায় ফকিরেরপুল। ৩৩ মিনিটে কারওয়ান বাজার প্রগতি সংঘের তুহিন গোল করে ম্যাচে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে কোনো দল আর কোনো গোলের দেখা না পেলে ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় ম্যাচ।
 
এ ড্রয়ের ফলে ৬ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব। ৬ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে কারওয়ান বাজার।
 
বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, ২০ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।