ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মোহামেডানের আরও একটি হার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
মোহামেডানের আরও একটি হার ছবি:উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মোহামেডান স্পোর্টিং ক্লাব জেবি বিপিএলে এই পর্যন্ত ম্যাচ খেলেছে ১৬টি কিন্তু জয়ের সংখ্যা মাত্র ২টি। দলটি সব শেষ জয়ের দেখা পেয়েছিল গেল ২ নভেম্বর। রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়ে মৌসুমে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছিল দেশের ঐতিহ্যবাহী এই ক্লাবটি।

ঢাকা: মোহামেডান স্পোর্টিং ক্লাব জেবি বিপিএলে এই পর্যন্ত ম্যাচ খেলেছে ১৬টি কিন্তু জয়ের সংখ্যা মাত্র ২টি। দলটি সব শেষ জয়ের দেখা পেয়েছিল গেল ২ নভেম্বর।

রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়ে মৌসুমে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছিল দেশের ঐতিহ্যবাহী এই ক্লাবটি।

এরপর তারা খেলেছে তিনটি ম্যাচ, যেখানে দুটিতেই করেছে ড্র আর একটিতে মাঠ ছাড়তে হয়েছে হারের গ্লানি নিয়ে। হতাশার কথা হলো, লিগের ১৬তম ম্যাচেও জয়ের দেখা পাওয়া হলো না, সাদা-কালো শিবিরের। মুক্তিযোদ্ধা সংসদরে কাছে হারতে হলো ২-০ গোলের ব্যবধানে।

আর এই হারে লিগে অংশ নেয়া ১২ দলের মধ্যে পয়েন্ট টেবিলে ১০ নম্বরে অবস্থান করছে মোহামেডান।

এর আগে (২৩ নভেম্বর) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচের ৪ মিনেটেই সোহেল রানার গোলে ১-০ তে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। এরপর ইনজুরি টাইমে শফিকুল ইসলাম বিপুল জালে বল জড়ালে ম্যাচ শেষে ২-০এর হার নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ২৩ নভেম্বর, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।