ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

চট্টগ্রাম আবাহনীর কাছে হেরে গেল বারিধারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
চট্টগ্রাম আবাহনীর কাছে হেরে গেল বারিধারা ছবি:সংগৃহীত

জেবি বিপিএলে মৌসুমের নবম জয় তুলে নিল, চট্টগ্রাম আবাহনী। লিগের ১৬তম ম্যাচে উত্তর বারিধারাকে ২-০ গোলে হারিয়ে এই জয় তুলে নিয়েছে মামুনুল ইসলামরা।

ঢাকা: জেবি বিপিএলে মৌসুমের নবম জয় তুলে নিল, চট্টগ্রাম আবাহনী। লিগের ১৬তম ম্যাচে উত্তর বারিধারাকে ২-০ গোলে হারিয়ে এই জয় তুলে নিয়েছে মামুনুল ইসলামরা।

এর আগে বুধবার (২৩ নভেম্বর) এমএ আজিজ স্টেডিয়ামে কিক অফের ১০ মিনিটেই বারিধারা জালে বল জড়িয়ে দলকে ১-০ তে এগিয়ে দেন, লিওনেল প্রুইখ। পিছিযে পড়ে প্রথমার্ধেই সমতায় ফিরতে আক্রমণের পসরা সাজিয়ে প্রতিপক্ষের সীমানায় বেশ কয়েকবার হানা দিয়েছে বারিধারা শিবির। কিন্তু সেই লক্ষ্যে দলটি ব্যর্থ হলে পিছিয়ে থেকেই প্রথমার্ধের বিরতিতে যেতে হয়।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়িয়েছে দু’দলই। বারিধারা চেয়েছে ম্যাচে ফিরতে আর চট্টগ্রাম আবাহনী চেয়েছে ব্যবধান বাড়াতে। দু’দলের দু্ই লক্ষ্যে অবশ্য সফল হয়েছে চট্টগ্রামই।

কেননা, ৮৭ মিনিটে, চেনচো বারিধারা জালে বল ঠেলে দিলে স্কোর লাইন নিয়ে যান ২-০ তে। রেফারির শেষ বাঁশি পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে জয়ের শেষ হাসি হেসে মাঠ ছেড়েছে চট্টগ্রাম আবাহনী।

এই জয়ে, ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলে নিজেদের দ্বিতীয়স্থান সুসংহত করলো মামুনুল ইসলামরা। ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ঢাকা আবাহনী।
 
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ২ নভেম্বর ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।