ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সানডে আবারও জেতালেন ঢাকা আবাহনীকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
সানডে আবারও জেতালেন ঢাকা আবাহনীকে

গেল ২০ আগস্ট সানডে সিজোবার জোড়া গোলে জেবি বিপিএলের প্রথম লেগে আরামবাগের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছিল ঢাকা আবাহনী। ফিরতি লেগেও সেই সানডের গোলেই আরামবাগ ক্রীড়া সংঘকে আবার ২-০ গোলে হারালো ঢাকা আবাহনী লিমিটেড।

চট্টগ্রাম থেকে: গেল ২০ আগস্ট সানডে সিজোবার জোড়া গোলে জেবি বিপিএলের প্রথম লেগে আরামবাগের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছিল ঢাকা আবাহনী। ফিরতি লেগেও সেই সানডের গোলেই আরামবাগ ক্রীড়া সংঘকে আবার ২-০ গোলে হারালো ঢাকা আবাহনী লিমিটেড।

প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও দলের হয়ে দুটি গোলই করছেন সেই সানডে সিজোবা।

আর এই জয় ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করলো কোচ জর্জ কোটানের শিষ্যরা।

সোমবার (২৮ নভেম্বর) এমএ আজিজ স্টেডিয়ামে কিক অফের ২৯ মিনিটেই দলকে ১-০তে এগিয়ে দেন আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে।

আকাশী নীলদের দ্বিতীয় গোলটি আসে দ্বিতীয়ার্ধে, ৭১ মিনিটে। দ্বিতীয়বারের মতো সানডে আরামবাগের জালে বল জড়ালে ম্যাচের নির্ধারিত সময় শেষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা আবাহনী।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ২৮ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।