ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

জামালপুরে শুরু হয়েছে বিভাগীয় কমিশনার ফুটবল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
জামালপুরে শুরু হয়েছে বিভাগীয় কমিশনার ফুটবল

জামালপুরে শুরু হয়েছে বিভাগীয় কমিশনার ফুটবল টুর্নামেন্ট।

জামালপুর: জামালপুরে শুরু হয়েছে বিভাগীয় কমিশনার ফুটবল টুর্নামেন্ট।

বুধবার (৩০ নভেম্বর) ময়মনসিংহ বিভাগের ৪ জেলা নিয়ে শুরু হওয়া এ টুর্নামেন্টের জামালপুর ভেন্যুর খেলার উদ্বোধন করেন-জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি।

অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান শিল্পী নোলক ও সিনথিয়া।

উদ্বোধনী খেলায় নেত্রকোনা জেলা একাদশকে ৩-০ গোলে পরাজিত করে বিজয়ী হয় জামালপুর জেলা একাদশ। জামালপুর একাদশের পক্ষে গোল করেন যথাক্রমে মিলন, বোরহান ও লিপন।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।