ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

তবুও বিশ্বসেরা নন সানচেজ: শিয়েরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
তবুও বিশ্বসেরা নন সানচেজ: শিয়েরার অ্যালেক্সিস সানচেজ-ছবি:সংগৃহীত

অ্যালেক্সিস সানচেজের দুর্দান্ত পারফরম্যান্সে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহামের বিপক্ষে ৫-১ গোলে জয় পেয়েছে আর্সেনাল। দলের হয়ে হ্যাটট্রিক করেন স্ট্রাইকার সানচেজ। তবে দারুণ এ পারফর্মের পরও সাবেক ইংলিশ তারকা অ্যালান শিয়েরার জানান চিলি তারকা এখনও বিশ্বসেরা নন।

ঢাকা: অ্যালেক্সিস সানচেজের দুর্দান্ত পারফরম্যান্সে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহামের বিপক্ষে ৫-১ গোলে জয় পেয়েছে আর্সেনাল। দলের হয়ে হ্যাটট্রিক করেন স্ট্রাইকার সানচেজ।

তবে দারুণ এ পারফর্মের পরও সাবেক ইংলিশ তারকা অ্যালান শিয়েরার জানান চিলি তারকা এখনও বিশ্বসেরা নন।

এমন জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে আর্সেনাল। শীর্ষে আছে চেলসি। তবে সানচেজের এমন কীর্তিতে খুশি না হয়ে শিয়েরার জানান, ‘আর্সেনাল এ বছর আরও ভালো দল। কারণ তাদের সঙ্গে সানচেজ আছে। তবে আমি দলের কোচ আর্সেন ওয়েঙ্গারকে বলবো, সে যদি বিশ্ব সেরাই হয় তবে সেন্টার ফরোয়ার্ড হতে তার কেন দুই বছর সময় লেগে গেল?’

শিয়েরার এর আগে জানিয়েছিলেন, ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সার্জিও আগুয়েরো প্রিমিয়ার লিগে খেলা সত্যিকারের একজন বিশ্বসেরা ফুটবলার। তবে দ্বিমত পোষণ করেছেন সানচেজের ক্ষেত্রে। কিন্তু আর্সেনালকে যদি প্রিমিয়ার লিগ শিরোপা জিততে হয়, এ পর্যায়ে সানচেজের আবার বিকল্পও দেখছেন না তিনি।

২০১৪ সালে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছেড়ে আর্সেনালে পাড়ি দেন সানচেজ। আর এখন পর্যন্ত দলের হয়ে ৭৯ ম্যাচে ৪০টি গোল করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ০৫ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।