ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

এল ক্লাসিকো’র হতাশা ভুলে অনুশীলনে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
এল ক্লাসিকো’র হতাশা ভুলে অনুশীলনে বার্সা ছবি: সংগৃহীত

ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে। সেই হতাশা ভুলে চ্যাম্পিয়নস লিগে চোখ রাখছে লুইস এনরিকের শিষ্যরা। অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন মেসি-নেইমার-সুয়ারেজরা।

ঢাকা: ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে। সেই হতাশা ভুলে চ্যাম্পিয়নস লিগে চোখ রাখছে লুইস এনরিকের শিষ্যরা।

অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন মেসি-নেইমার-সুয়ারেজরা।

গত শনিবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত এল ক্লাসিকোতে অন্তিম মুহূর্তে দলকে উদ্ধার করেন রিয়াল অধিনায়ক। নব্বই মিনিটের হেডে গোটা বার্সাকে স্তব্ধ করে দেন সার্জিও রামোস।

তার আগে দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে নেইমারের ফ্রি-কিকে স্বাগতিকদের লিড এনে দেন লুইস সুয়ারেজ। কিন্তু শেষ পর্যন্ত ড্রয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা। পয়েন্ট টেবিলেও ছয় পয়েন্টের লিড ধরে রাখে গ্যালাকটিকোরা।

ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বার্সার প্রতিপক্ষ বুরুশিয়া মনশেনগ্লাডবাখ। ন্যু ক্যাম্পে আগামী মঙ্গলবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় খেলা শুরু হবে। এর আগে গ্রুপ পর্বের প্রথম দেখায় ‍জার্মান ক্লাবটিকে তাদের মাঠেই ২-১ ব্যবধানে হারিয়েছিল বার্সা।

পয়েন্ট টেবিলে ‘সি’ গ্রুপের শীর্ষে থাকা বার্সার সংগ্রহ পাঁচ ম্যাচ শেষে চার জয় ও এক হারে ১২। চার পয়েন্ট পিছিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। গ্রুপ পর্বেই বাদ পড়ার সামনে পাঁচ পয়েন্ট নিয়ে তিনে থাকা মনশেনগ্লাড। সেল্টিকের বিপক্ষে ম্যানসিটির হার আর বার্সাকে বড় ব্যবধানে হারাতে পারলেই তাদের ভাগ্য খুলবে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।