ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আর্সেনালের দাপুটে জয়, পিএসজির হোঁচট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
আর্সেনালের দাপুটে জয়, পিএসজির হোঁচট ছবি: সংগৃহীত

সুইস ক্লাব বাসেলকে তাদের মাঠেই ৪-১ গোলে উড়িয়ে চ্যাম্পয়নস লিগের গ্রুপ পর্ব শেষ করেছে আর্সেনাল। গানারদের দাপুটে জয়ের বিপরীতে ‘এ’ গ্রুপের অপর ম্যাচে লুদোগোরেতসের বিপক্ষে ২-২ গোলের ড্রয়ে হার এড়ায় পিএসজি।

ঢাকা: সুইস ক্লাব বাসেলকে তাদের মাঠেই ৪-১ গোলে উড়িয়ে চ্যাম্পয়নস লিগের গ্রুপ পর্ব শেষ করেছে আর্সেনাল। গানারদের দাপুটে জয়ের বিপরীতে ‘এ’ গ্রুপের অপর ম্যাচে লুদোগোরেতসের বিপক্ষে ২-২ গোলের ড্রয়ে হার এড়ায় পিএসজি।

আগেই নকআউট পর্ব নিশ্চিত করে আর্সেনাল-পিএসজি। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচ ছিল নিয়মরক্ষার। পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে ফরাসি চ্যাম্পিয়নদের বড় ব্যবধানে জয়ের বিকল্প ছিল না। কিন্তু ঘরের মাঠে সমর্থকদের হতাশই করেন কাভানি-ডি মারিয়া-মাতুইদিরা।

শেষ ষোলোর আগে উড়ন্ত পারফরম্যান্সই প্রদর্শন করে আর্সেনাল। হ্যাটট্রিক (৮, ১৬, ৪৭ মিনিট) উদযাপনে মাতেন স্প্যানিশ ফরোয়ার্ড লুকাস পেরেজ। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ব্যবধান ৪-০ করেন উঠতি নাইজেরিয়ান ফরোয়ার্ড অ্যালেক্স আইউবি। ৭৮ মিনিটে স্বাগতিকদের হয়ে সান্ত্বনাসূচক গোল উপহার দেন আইভরিকোস্টের সেইডু ডোম্বিয়া।

প্যারিসে খেলা শুরুর ১৫ মিনিটে পিছিয়ে পড়ে পিএসজি। বুলগেরিয়ান ক্লাবটিকে লিড এনে দেন তরুণ ডাচ ফরোয়ার্ড ভার্জিল মিসিদজান। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে স্বাগতিকদের ম্যাচে ফেরান এডিনসন ‍কাভানি। আট মিনিট পরেই ব্রাজিলিয়ান মিডফিল্ডার ওয়ান্ডারসন নৈপুণ্যে আবারো এগিয়ে যায় লুদোগোরেটস।

ম্যাচ যখন শেষের দিকে তখনই পিএসজির ত্রাতার ভূমিকায় হাজির হন অ্যাঙ্গেল ডি মারিয়া। আর্জেন্টাইন তারকার অন্তিম মুহূর্তের গোলেই হারের লজ্জা এড়ায় ফ্রেঞ্চ জায়ান্টরা।

এদিকে, বেনফিকাকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই নকআউট পর্ব নিশ্চিত করেছে নাপোলি। হেরে গেলেও পরের রাউন্ডে পা রাখে পর্তুগিজ চ্যাম্পিয়নরা। ‘বি’ গ্রুপে অপর ম্যাচে বড় ব্যবধানে হেরে শেষ ষোলোতে নাম লেখানোর সুযোগ হাতছাড়া করে তুর্কি ক্লাব বেসিকতাস। ইউক্রেনে ডায়নামো কিয়েভের কাছে তারা ৬-০ গোলে বিধ্বস্ত হয়।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।