ঢাকা: চেলসির সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানের লড়াইয়ে পিছিয়ে পড়লো আর্সেনাল। এভারটনের মাঠে এগিয়ে থেকেও ২-১ গোলে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।
লিভারপুলের গুডিসন পার্কে খেলা শুরুর ২০ মিনিটে ফ্রি-কিকে আর্সেনালকে লিড এনে দেন চিলিয়ান তারকা আলেক্সিস সানচেজ। প্রথমার্ধের আগমুহূর্তে এভারটনকে সমতায় ফেরান সিমান কোলেমান। পূর্ণ পয়েন্টের লক্ষ্যে ওজিল-সানচেজরা আর জালের দেখা পাননি।
উল্টো ম্যাচ যখন শেষের দিকে তখনই স্বাগতিকদের উল্লাসে ভাসান অ্যাসলে উইলিয়ামস (৮৬ মিনিটে)। হার এড়াতে ব্যর্থ গানারদের একরাশ হতাশাই সঙ্গী হয়। বলা বাহুল্য, দুই ডিফেন্ডারের গোলে জয় পায় এভারটন। যদিও ইনজুরি সময়ে আরেক ডিফেন্ডার ফিল জাগিয়েল্কার লাল কার্ডে দশজনের দলে পরিণত হয় তারা।
লিচেস্টার-বোর্নমাউথ ম্যাচের একমাত্র গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার মার্ক পাফ। ঘরের মাঠে ন্যূনতম ব্যবধানের জয় তুলে নেয় এফসি বোর্নমাউথ।
পয়েন্ট টেবিলে ১৬ ম্যাচে ১০ জয়, ৪ ড্র ও ২ হারে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই আর্সেনাল। সমান ম্যাচে ২৩ পয়েন্টে ম্যানইউর (২৪) ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সাতে উঠে আসা এভারটন। মাত্র ১৬ পয়েন্টে ১৪ নম্বরে লিচেস্টার। পাঁচ পয়েন্টের ব্যবধানে আট ধাপ উপরে বোর্নমাউথ (২১)। শীর্ষে থাকা চেলসির সংগ্রহ ১৫ ম্যাচে ৩৭। এক ম্যাচ কম খেলে যথাক্রমে শীর্ষ পাঁচের বাকি চার দল লিভারপুল, ম্যানসিটি ও টটেনহাম।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এমআরএম