ঢাকা: সাজেদা আক্তারের হ্যাট্টিকসহ চার গোলে অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখলো ময়মনসিংহ।
জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে রংপুরের মেয়েদের ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়নের মুকুট পড়লো কোচ মকবুল হোসেনের শিষ্যরা।
এর আগে বুধবার (১৪ ডিসেম্বর) বঙ্গবন্ধু স্টেডিয়ামে কিক অফের শুরু থেকেই আক্রমনাত্মক খেলেছে ময়মনসিংহের মেয়েরা। তাতে অবশ্য সফলও হয়েছে দলটি। কেননা, ম্যাচের ৬ মিনিটে রংপুর জালে বল ঠেলে দলকে ১-০’র লিড এনে দেন অধিনায়ক সাজেদা। এর ঠিক তিন মিনিট পরে আবার জালে বল জড়িয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন সাজেদা।
তবে, ১২ মিনিটে ফ্রি-কিক থেকে ম্যাচে ফেরার দারুণ এক সুযোগ পেয়েছিল রংপুর। কিন্তু ফ্রি-কিকটি লক্ষ্যভ্রষ্ট হলে সেই সুযোগ বঞ্চিত হয়, কোচ শামীম খানের দল।
রংপুর সুযোগ হাত ছাড়া করলেও ময়মনসিংহ একেবারেই তা করনি। কেননা, ৩১ মিনিটে রোজিনা রংপুর জালে বল জড়িয়ে দলকে ৩-০ তে এগিয়ে দিয়ে যান প্রথমার্ধের বিরতিতে।
বিরতি থেকে ফিরে আরও ধারালো খেলা উপহার দিতে থাকে ময়মনসিংহ। ম্যাচের বয়স যখন ৪১ মিনিট তখন তৃতীয়বারের মত জ্বলে উঠে স্কোর লাইন ৪-০ তে নিয়ে যান সাজেদা। আর তুলে নেন নিজের হ্যাটট্টিক।
এরপর, ৫০ মিনিটে আমেনা ও ম্যাচ শেষের ৬ মিনিট আগে সাজেদা আবার গোল করলে ৬-০ এর বড় ব্যবধানে জয় নিয়ে শিরোপা ধরে রাখার আনন্দে আত্মহারা হয়ে মাঠ ছাড়ে ময়মনসিংহের অপ্রতিরোধ্য মেয়েরা।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ১৪ ডিসেম্বর ২০১৬
এইচএল/এমএমএস