ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রোনালদোর রেকর্ডে ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
রোনালদোর রেকর্ডে ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল ছবি: সংগৃহীত

এক বছরের বিরতিতে আবারো ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপার পথে রিয়াল মাদ্রিদ। মেক্সিকোর ক্লাব আমেরিকার বিপক্ষে ২-০ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে জিনেদিন জিদানের শিষ্যরা। ক্লাব ফুটবল ক্যারিয়ারের ৫০০তম গোলের রেকর্ড গড়েন ২০১৬ ব্যালন ডি’অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো।

ঢাকা: এক বছরের বিরতিতে আবারো ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপার পথে রিয়াল মাদ্রিদ। মেক্সিকোর ক্লাব আমেরিকার বিপক্ষে ২-০ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে জিনেদিন জিদানের শিষ্যরা।

ক্লাব ফুটবল ক্যারিয়ারের ৫০০তম গোলের রেকর্ড গড়েন ২০১৬ ব্যালন ডি’অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো।

এ বছর চ্যাম্পিয়নস লিগ জেতায় সরাসরি সেমিতে অংশ নেয় রিয়াল। ইয়োকোহামার আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্যালাকটিকোদের ছেড়ে কথা বলেনি ক্লাব আমেরিকা। হেরে গেলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয় তারা।

প্রথমার্ধের যোগ করা সময়ে টনি ক্রুসের পাসে স্প্যানিশ জায়ান্টদের লিড এনে দেন বেনজেমা। ম্যাচে ফিরতে মরিয়া ক্লাব আমেরিকার শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হয়। ইনজুরি সময়ে তাদের সমতায় ফেরার লক্ষ্যে জল ঢেলে দেন রোনালদো।  স্পর্শ করেন মাইলফলক ছোঁয়া ৫০০তম গোল।

ক্লাব আমেরিকার গোলরক্ষককে পরাস্ত করে রিয়ালকে লিড এনে দিলেন বেনজেমা

রোববারের (১৮ ডিসেম্বর) শিরোপা নির্ধারণীতে স্বাগতিক কাশিমা আন্টলার্সের মুখোমুখি হবে রিয়াল। সেমিতে দক্ষিণ ‍আমেরিকান চ্যাম্পিয়ন কলম্বিয়ার অ্যাতলেতিকো ন্যাসিওনালকে ৩-০ গোলে হারিয়ে জাপানের প্রথম ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে নাম লেখায় কাশিমা আন্টলার্স।

প্রসঙ্গত, ক্লাব ফুটবলে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের জার্সিতে রোনালদোর এটি ৩৭৭তম গোল (৩৬৭ ম্যাচ)। ম্যানচেস্টার ইউনাইটেড ক্যারিয়ারে ২৯২ ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছিলেন ১১৮ বার। আর বাঁকি পাঁচটি গোল করেছিলেন শৈশবের ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে। স্বদেশী ক্লাবটিতে পেশাদার ক্যারিয়ার শুরুর পর মাত্র এক মৌসুম (২০০২-০৩) খেলেই পাড়ি জমিয়েছিলেন ওল্ড ট্রাফোর্ডে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।