ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মাঠ থেকে বিদায় নেয়াটা গর্বের: রজনীকান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
মাঠ থেকে বিদায় নেয়াটা গর্বের: রজনীকান্ত ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায় জানিয়েছেন বাংলাদেশ ফুটবলের সাবেক অধিনায়ক ও এক সময়ের দেশসেরা ডিফেন্ডার রজনী কান্ত বর্মন। বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সশরীরে উপস্থিত হয়ে তিনি ফুটবল থেকে নিজের অবসরের খবর দেন। বিদায়বেলায় তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন সাবেক সতীর্থ ও বাফুফে কর্মকর্তারা।

ঢাকা: বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায় জানিয়েছেন বাংলাদেশ ফুটবলের সাবেক অধিনায়ক ও এক সময়ের দেশসেরা ডিফেন্ডার রজনী কান্ত বর্মন। বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সশরীরে উপস্থিত হয়ে তিনি ফুটবল থেকে নিজের অবসরের খবর দেন।

বিদায়বেলায় তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন সাবেক সতীর্থ ও বাফুফে কর্মকর্তারা।
 
নিজের অবসরের কথা জানাতে এসে তিনি বলেন, ‘২০১৩-১৪ মৌসুমে খেলা ছেড়েছিলাম। আমার সৌভাগ্য যে এতদিন পর মাঠে ফিরলাম, মাঠ থেকে বিদায় নেওয়াটা আমার জন্য গর্বের।  দেশবাসী, আপনাদের, সবার কাছে আমি কৃতজ্ঞ। ’
 
ক্লাব ফুটবলে রজনী কান্ত সবশেষ খেলেছেন ২০১৪ সালে, শেখ রাসেলের জার্সি গায়ে চাপিয়ে। বর্তমানে তিনি ক্লাবটির ট্রেনারের দায়িত্ব পালন করছেন। তাই ভুলে যাননি ক্লাবিটর প্রতি কৃতজ্ঞতা জানাতেও, ‘মানিক ভাই ও শেখ রাসেলের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমাকে মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ করে দিয়েছে। ’
 
২০০৩ সালে রজনীকান্তর নেতৃত্বেই সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়নের মুকুট পড়েছিল বাংলাদেশ। যদিও কার্ডের জন্য ফাইনালে তার খেলা হয়নি। ভারপ্রাপ্ত হিসেবে দলের নেতৃত্ব দিয়েছিলেন হাসান আল মামুন।

সেই স্মৃতিটিকে দূর্ভাগ্য উল্লেখ করে রজনীকান্ত বলেন,  ‘এটা আসলে আমার জন্য দূর্ভাগ্য। ১৯৯৯ সালের সাফ গেমসেও আমি ফাইনালে খেলতে পারিনি কার্ডের কারণে। ২০০৩ সালেও অধিনায়ক ছিলাম, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলাম কিন্তু ফাইনালে খেলতে পারিনি। তবে এটা আমার জন্য দূর্ভাগ্য হলেও আমি খুশি যে আমরা ফাইনালে জিতেছিলাম। ’
 
সবশেষে দেশের ফুটবলের উদ্দেশ্যে সাবেক এই দেশসেরা ডিফেন্ডার বললেন, ‘ফুটবল থেকে আমি অনেক কিছু পেয়েছি। আমি আশা করি, আমার মতো অনেক খেলোয়াড় উঠে আসুক, ফুটবলকে এগিয়ে নিক। সবাইকে বলবো, নিজের জন্য খেলুক, নিজের জন্য খেললেই সেটা দেশেরও কাজে লাগে। ’
 
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ১৫ ডিসেম্বর ২০১৬
এইচএল/এমআরএম

আরও পড়ুন... ফুটবলকে বিদায় জানালেন রজনীকান্ত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।