ঢাকা: বার্সেলোনার নতুন চুক্তির প্রস্তাবে রাজি হয়েছেন লুইস সুয়ারেজ। যেখানে উরুগুইয়ান তারকার ‘বাইআউট ক্লজ’ ধরা হয়েছে ১৬৭.৫ মিলিয়ন পাউন্ড।
২০১৪ সালের জুলাইয়ে লিভারপুল ছেড়ে বার্সায় পাড়ি জমানোর পর সুয়ারেজ সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১১৬ ম্যাচে ৯৭টি গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো ৫৭টি। ট্রফি জিতেছেন আটটি। গত মৌসুমে লা লিগায় প্রতিপক্ষের জালে ৪০ বার বল পাঠিয়ে হন সর্বোচ্চ গোলস্কোরার।
বার্সায় বেশ সুখেই আছেন সুয়ারেজ। তাইতো কাতালানদের জার্সিতে আরো লম্বা ক্যারিয়ারে চোখ রাখছেন তিনি। আক্রমণভাগে লিওনেল মেসি ও নেইমারের সঙ্গে তার বোঝাপড়াটাও দারুণ। যারা ‘এমএসএন’ ত্রয়ী নামে পরিচিত। গত মৌসুমে তিনজন মিলে গোল করেছেন ১৩১টি। দলকে লিগ শিরোপা ও কোপা দেল রের ট্রফি এনে দিতে রাখেন মূল ভূমিকা।
এদিকে, ক্লাবের প্রাণভোমরা মেসির সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা-কল্পনা চলছে। খুব শিগগিরই তা বাস্তবায়ন হবে বলেই নিশ্চিত করেন বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ। ২০১৮ সালের জুনে আর্জেন্টাইন আইকনের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে।
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
এমআরএম