ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রিয়াল ছাড়ছেন রদ্রিগেজ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
রিয়াল ছাড়ছেন রদ্রিগেজ! জেমস রদ্রিগেজ/ছবি: সংগৃহীত

জেমস রদ্রিগেজকে দলে ভেড়াতে সাম্প্রতিক সময়ে ইউরোপিয়ান জায়ান্ট ক্লাবগুলোর আগ্রহের খবর পুরনো। বিপরীতে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ ছাড়ার কোনো ইচ্ছা ব্যক্ত করেননি ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী। তবে বাতাসে জোর গুঞ্জন, জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে রিয়াল অধ্যায়ের ইতি টানতে পারেন রদ্রিগেজ।

ঢাকা: জেমস রদ্রিগেজকে দলে ভেড়াতে সাম্প্রতিক সময়ে ইউরোপিয়ান জায়ান্ট ক্লাবগুলোর আগ্রহের খবর পুরনো। বিপরীতে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ ছাড়ার কোনো ইচ্ছা ব্যক্ত করেননি ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী।

তবে বাতাসে জোর গুঞ্জন, জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে রিয়াল অধ্যায়ের ইতি টানতে পারেন রদ্রিগেজ।

কলম্বিয়ার একটি দৈনিকের বরাত দিয়ে গোল ডট কম বলছে, রদ্রিগেজের সম্ভাব্য পরবর্তী ঠিকানা হতে পারে প্রিমিয়ার লিগ।  কলম্বিয়ায় গিয়ে ব্রিটিশ ভিসা নেওয়ার পরই এমন গুজব রটে। রাজধানী বোগোতায় ব্রিটিশ দূতাবাসের বাইরে ক্যামেরাবন্দি হন ২৫ বছর বয়সী এ মিডফিল্ডার।

কলম্বিয়ায় ব্রিটিশ দূতাবাসের বাইরে সবার আগ্রহের মূলে রদ্রিগেজ/ছবি:সংগৃহীত

তবে ঠিক কী কারণে ইংল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তা এখনো নিশ্চিত নয়। রদ্রিগেজ নিজেও এ বিষয়ে মুখ খোলেননি। সান্তিয়াগো বার্নাব্যুতে তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২০ সাল পর্যন্ত। দলবদলের বাজারেই সবকিছু পরিষ্কার হবে, রদ্রিগেজ আদৌ রিয়াল ছাড়বেন কি না।

রদ্রিগেজকে দলে টানতে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড বরাবরই ‍আগ্রহ দেখিয়ে আসছে। দুই ইতালিয়ান পরাশক্তি ইন্টার মিলান ও এসি মিলানও পিছিয়ে নেই। প্রতিভাবান এ প্লে-মেকারকে পাওয়ার রেসে প্রতিদ্বন্দ্বিতায় নামতে প্রস্তুত ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।