ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সাফের মিশন শুরু সাবিনাদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
সাফের মিশন শুরু সাবিনাদের বাংলাদেশ নারী দল-ছবি:সংগৃহীত

ভারতের শিলিগুড়িতে বসেছে সাত দলের অংশগ্রহনে সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপ। সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে গতকাল শিলিগুড়ি পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাত দলের আসরে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ভারত ও আফগানিস্তান।

ঢাকা: ভারতের শিলিগুড়িতে বসেছে সাত দলের অংশগ্রহনে সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপ। সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে গতকাল শিলিগুড়ি পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

সাত দলের আসরে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ভারত ও আফগানিস্তান।

আগামীকাল (২৯ ডিসেম্বর) কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সাফের মিশনে নামার আগে আজ শিলিগুড়ির তেস্তা স্টেডিয়ামে অনুশীলন করেছে সাবিনা, কৃঞ্চা, সানজিদারা।  

দক্ষিণ এশীয় অঞ্চলে নারীদের সর্বোচ্চ এ ফুটবল আসরে সেমিফাইনাল খেলা প্রাথমিক লক্ষ্য হিসেবে বিবেচনা করছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন। এ লক্ষ্যে পৌঁছাতে আফগানদের হারানোর কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে।

কেননা আসরের সবচেয়ে শক্তিশালী দল ভারত। যাদের বিপক্ষে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ৩১ ডিসেম্বর। ভারতের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না সাবিনাদের জন্য। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে ৫-১ গোলে বিধ্বস্ত করে নিজেদের শক্তিমত্তা দেখিয়েছে স্বাগতিক ভারত।

বাংলাদেশ নারী দলের অনুশীলন-ছবি:সংগৃহীত‘এ’ গ্রুপের ম্যাচে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে নেপাল। অপর ম্যাচে মালদ্বীপের কাছে ৫-২ গোলে হেরেছে শ্রীলঙ্কা। ২৬ ডিসেম্বর সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হলেও বাংলাদেশ খেলতে নামছে তিন দিন পর।

২০১০ সালে শুরু হয় সাফ নারী চ্যাম্পিয়নশিপ। প্রথম আসরে সেমিফাইনাল খেলে বাংলাদেশ। ২০১২ সালে দ্বিতীয় আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় । ২০১৪ সালে সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হয়ে বাংলাদেশকে।  

পাঁচ নতুন মুখ নিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে দল সাজিয়েছেন কোচ গোলাম রাব্বানী ছোটন। আনুচিং মগিনি, আনাই মগিনি, সিলুফা ইয়াসমিন নিলা, সিরাত জাহান রত্না ও মাহমুদা আক্তার। সবাই এএফসি নারী চ্যাম্পিয়নশিপ খেলা দলের সদস্য।

সর্বশেষ অনূর্ধ্ব-১৬ দলে খেলা মেয়েদের মধ্য থেকে এই দলে ১৫ জনই। সঙ্গে থাকছে ৫ জন সিনিয়র খেলোয়াড়। তারা হলেন- অধিনায়ক সাবিনা খাতুন, সহ-অধিনায়ক মাইনু মারমা, দুই গোলকিপার সাবিনা আক্তার ও রওশন আরা এবং মুনমুন আক্তার।

বাংলাদেশ নারী ফুটবল দল: সাবিনা খাতুন (অধিনায়ক), মাইনু মারমা (সহ:অধিনায়ক), সাবিনা আক্তার, শিউলি আজিম, শামসুন্নাহার, নার্গিস খাতুন, মাসুরা পারভীন, সানজিদা আক্তার, মিশরাত জাহান মৌসুমী, সিরাত জাহান স্বপ্না, মার্জিয়া, কৃষ্ণা রানী দাস, নিলুফা ইয়াসমিন নিলা, মারিয়া মান্ডা, আনাই মোগিনি, ইশরাত জাহান রত্না, আনুচিং মোগিনি, রওশন আরা, মুনমুন আক্তার ও মাহমুদা আক্তার।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ২৮ ডিসেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।