ঢাকা: মতিঝিলের ঐতিহ্যবাহী ক্রীড়া ও সামাজিক সংগঠন প্রগতি সংঘ তার ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘প্রগতি সংঘ সুবর্ণ জয়ন্তী উৎসব’ এ স্বাধীন বাংলা ফুটবল দলকে দলীয়ভাবে সম্মাননা প্রদান করেছে।
এর পাশাপাশি মুক্তিযোদ্ধা ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সাংবাদিকসহ মতিঝিলের ৫০জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।
মুক্তিযোদ্ধা ক্রীড়া সাংবাদিক হিসেবে বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ) এর সাবেক প্রশিক্ষক মাসুদ আহমেদ রুমি মরনোত্তর সম্মাননা পান। এছাড়াও মুক্তিযোদ্ধা ক্রীড়াবিদ ও সংগঠক হিসেবে অরুণ নন্দী (মরনোত্তর), হাসানুল হক ইনু, গাজী গোলাম দস্তগীর (বীর প্রতিক), স্থপতি মোবাশ্বের হোসেন, আব্দুস সালাম, মিজানউদ্দিন আহমেদ, মনজুর হোসেন মালু, আবদুল আজিজ, মেসবাহ উদ্দিন সাবু (মরনোত্তর) ও খালেদ আহম্মেদকে সম্মাননা জানানো হয়।
সুবর্ণ জয়ন্তীর মাসব্যাপী ক্রীড়া উৎসবে অংশ নেয়া ক্রীড়াবিদ ও শিশুদের পুরস্কার প্রদান করা। আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় এর মন্ত্রী রাশেদ খান মেনন, এমপি। প্রগতি সংঘের সভাপতি মো: জুবের আলম খান রবিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল দলের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টু, কলমসৈনিক কামাল লোহানী, নাট্যব্যক্তিত্ব নওয়াজীশ আলী খান, কাউন্সিলর একেএম মমিনুল হক সাইদ।
এ সমসয় প্রগতি সংঘের সাধারণ সম্পাদক কাজী ইমরুল কবীর সুমন, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির মেম্বার সেক্রেটারী শাহিদ-উল-মুনীর উপস্থিত ছিলেন। প্রগতি সংঘ সুবর্ণ জয়ন্তী মুক্তিযোদ্ধা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানিজ্য মন্ত্রনালয় এর মন্ত্রী তোফায়েল আহমেদ, এমপি। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্জ ড. আ. ফ. ম. ইউসুফ হায়দার, ওস্তাদ শাহাদাত হোসেন খান। আলোচনা সভা, গুনীজন সম্মাননা ও পুরস্কার বিতরণ শেষে ‘ইনডেক্স প্রগতি সংঘ আজম খান নাইট’ মেগা কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন মাকসুদ ও ঢাকা (সাবেক ফিডব্যাক), শিউলী হক, নূরজাহান আলিম, কনক ও ঝংকার শিল্পী গোষ্ঠি।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ৩০ ডিসেম্বর ২০১৬
এমআরপি