ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জিদানের মাঝে নিজের ছায়া দেখছেন দেল বস্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
জিদানের মাঝে নিজের ছায়া দেখছেন দেল বস্ক দেল বস্ক এবং জিদান/ছবি: সংগৃহীত

ঢাকা: রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ জিনেদিন জিদানের প্রশংসায় পঞ্চমুখ ক্লাবটির সাবেক কোচ ভিসেন্তে দেল বস্ক। ফরাসি কিংবদন্তি জিদানের মধ্যে নিজের ছায়া দেখছেন ৬৬ বছর বয়সী এই স্প্যানিশ কিংবদন্তি।

স্পেনের বিশ্বকাপ জয়ী কোচ দেল বস্ক জানান, ‘জিদান খুবই ভাগ্যবান যে তার হাত ধরে রিয়ালের মতো একটি দল পথ হারায়নি। সে যা বলে তাই করে দেখায়।

আর লোকে তাকে নিয়ে যে মন্দ কথা বলে তার উত্তরটাও পেয়ে যায় হাতেনাতে। ’

১৯৮৭ সালে রিয়াল মাদ্রিদের ‘বি’ দলকে কোচিং করিয়েছেন দেল বস্ক। ১৯৯৪ সালে রিয়ালের মূল দলের দায়িত্ব নেন তিনি। তার এক মৌসুম না যেতেই রিয়ালের হাল ধরেন জর্জ ভালদানো। কিন্তু এক মৌসুম পর আবারো রিয়ালের দায়িত্ব নেন দেল বস্ক। মাঝে দায়িত্ব ছাড়লেও ১৯৯৯ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত রিয়ালকে টেনে নিয়ে যান জায়ান্ট দল হিসেবে।

রিয়ালের হাত ধরে জিদানের কোচিং ক্যারিয়ারটাও মন্দ হয়নি৷ গত মৌসুমে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া রিয়ালকে শেষ দিকে টেনে তুলে জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। দলকে জিতিয়েছেন ক্লাব বিশ্বকাপের শিরোপা। মাঝপথে রিয়ালের দায়িত্ব নেওয়ার পর যথেষ্ট সফল জিদান৷

জিদান প্রসঙ্গে দেল বস্ক জানান, ‘অনেকেই রয়েছে, যারা অন্যর সাফল্যকে মেনে নিতে পারে না৷ জিদানের সাফল্যের ক্ষেত্রেও এমনটাই হয়েছে। ঠিক যেমনটা আমার সঙ্গে হয়েছিল৷ কিন্তু ওর সাফল্যকে অস্বীকার করা যাবে না। দলের ওপর জিদানের দারুণ প্রভাবও রয়েছে৷’

স্পেনকে দুর্দান্ত সাফল্য পাইয়ে দেওয়া ইউরো জয়ী এই কোচ আরও যোগ করেন, ‘জিদানের কোচিং নিয়ে আমার কোনো শঙ্কা নেই। আমি তার মাঝে আমার ছায়া দেখতে পাই। জিজু এমন এক ব্যক্তি যার নেতৃত্বে খেলা ফুটবলাররা নিজেদের উড়ার করেই খেলে। আর ইতোমধ্যেই রিয়ালের খেলোয়াড়রা জিজুকে তিনটি শিরোপা পাইয়ে দিয়েছে। ’

কোচিং ক্যারিয়ারে দেল বস্ক রিয়ালের হয়ে জিতেছেন দুটি লা লিগার শিরোপা, একটি সুপারকোপা ডি এসপানার শিরোপা, দুটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা, একটি উয়েফা সুপার কাপের শিরোপা আর ইন্টারন্যাশনাল কাপের শিরোপা।

কিংবদন্তি এই কোচ জিদান প্রসঙ্গে যোগ করেন, ‘আমি জানিনা জিজু কতদিন রিয়ালের কোচ হিসেবে থাকতে পারবে। সবকিছুই নির্ভর করছে তার কৌশল আর ফলাফলের ওপর। ক্লাবের প্রেসিডেন্টের আস্থা ধরে রাখতে পারলে জিদান আরও ভালো করবে। ’

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, ০১ জানুয়ারি ২০১৭
এমআরপি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।