গত ২২ ডিসেম্বর থেকে ছুটির আমেজে বার্সেলোনা। মেসিকে ছাড়িয়ে যেতে ইব্রাহিমোভিচের দরকার ছিল দু’টি গোল।
বার্সার জার্সিতে ২০১৬ সালে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫১টি গোল করেছেন মেসি। অন্যদিকে, পিএসজি ও ম্যানইউর হয়ে গোলের ‘হাফ সেঞ্চুরি’ পূরণ করেন ইব্রাহিমোভিচ। এ মৌসুমে প্যারিস থেকে ইংল্যান্ডে পাড়ি জমান ৩৫ বছর বয়সী এ তারকা স্ট্রাইকার।
সেরা তিনে জায়গা করে নিতে পারেননি ২০১৬ ব্যালন ডি’অর (বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার) বিজয়ী ক্রিস্টিয়ানো রোনালদো। মেসি-ইব্রার পরই লুইস সুয়ারেজ। বার্সার হয়ে প্রতিপক্ষের জালে ৪৮ বার বল পাঠান উরুগুইয়ান ‘গোলমেশিন’।
চ্যাম্পিয়নস লিগ, ইউরো ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতে ক্যারিয়ারের সেরা বছরই পার করেছেন রোনালদো। যদিও গোলস্কোরিং রেকর্ডে একটু পিছিয়ে সিআর সেভেন। ৪২ বার সতীর্থদের উদযাপনের মধ্যমণি হন ৩১ বছর বছর এ ফরোয়ার্ড। সেরা পাঁচের বাকি সদস্য বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডফস্কি। দুর্দান্ত ফর্মে থাকা পোলিশ স্ট্রাইকার গেল বছর সব মিলিয়ে ৩৯টি গোল করেছেন।
আন্তর্জাতিক গোল যোগ করলে অবশ্য মেসির পরেই রোনালদোর অবস্থান। ৫৯ বার স্কোরলিস্টে নাম লেখান আর্জেন্টাইন আইকন। আট গোল পিছিয়ে পর্তুগিজ সুপারস্টার। অন্যদিকে, এ বছর সুইডেনের হয়ে পাঁচটি ম্যাচ খেলে একবারও জালের দেখা পাননি ইব্রাহিমোভিচ। ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো শেষে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন তিনি।
কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচ দিয়ে নতুন বছর শুরু করবে দুই স্প্যানিশ জায়ান্ট। ৬ জানুয়ারি অ্যাথলেতিক বিলবাওয়ের মাঠে নামবে বার্সা। আগের দিন সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়াকে আতিথ্য দেবে রিয়াল। তারও আগে ইংলিশ লিগে ২ জানুয়ারি স্বাগতিক ওয়েস্ট হামের মুখোমুখি হবে রেড ডেভিলসরা।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ১ জানুয়ারি, ২০১৭
এমআরএম