ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সেভিয়ার বিপক্ষে থাকছেন না রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
সেভিয়ার বিপক্ষে থাকছেন না রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো/ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বড়দিনের ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে, আসন্ন কোপা দেল রে’র ম্যাচে সেভিয়ার বিপক্ষে রোনালদোকে ছাড়াই নামতে হচ্ছে রিয়ালকে।

আগামী বুধবার দিবাগত রাতে (বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি) সেভিয়ার বিপক্ষে লড়তে হবে রোনালদোহীন রিয়ালকে। বাংলাদেশ সময় রাত সোয়া দুইটায় নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে নামবে রিয়াল।

ইতোমধ্যে দলের কোচ জিনেদিন জিদান ১৯ সদস্যের দল ঘোষণা করেছেন। রোনালদোকে ছুটি বাড়িয়ে দিয়ে এই স্কোয়াডে রাখেননি জিদান।

রোনালদোকে এই ম্যাচের পর একাদশে পাওয়া যাবে বলে জানিয়েছেন ক্লাবটি। পর্তুগিজ তারকার সঙ্গে ইনজুরি থেকে ফিরবেন পেপে, সার্জিও রামোস, লুকাস ভাজকুয়েজ, মাতিও কোভাচিচ এবং গ্যারেথ বেল।

রোনালদোর জায়গায় একাদশে থাকতে পারেন নরওয়ের ফুটবল বিস্ময় মার্টিন ওদেগার্ড।

এ মৌসুমে রিয়ালের হয়ে সবধরনের প্রতিযোগিতায় ১৯ ম্যাচে ১৬ গোল করেছেন রোনালদো। বুধবার প্রথম লেগের ম্যাচটির পর দ্বিতীয় লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১২ জানুয়ারি।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ০৩ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।