ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মাগুরায় শেখ রাসেল স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
মাগুরায় শেখ রাসেল স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় শেখ রাসেল স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মাগুরা: মাগুরায় মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শেখ রাসেল স্মৃতি স্কুল  ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে পুলিশ সুপার মুনিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন-পৌর মেয়র  খুরশিদ  হায়দার  টুটুল।

জেলা ক্রিড়া অফিসার সুমন মিত্র, জেলা  ক্রীড়া  সংস্থার  সাধারণ সম্পাদক মকবুল হোসেন, যুগ্ম সম্পাদক রানা আমির ওসমান,  টুর্নামেন্ট কমিটির  আহ্বায়ক  আহম্মদ  হোসেন, সাবেক কৃতি ফুটবলার  মাসরুর রেজা, শেখ সালাহ উদ্দিন প্রমুখ।

পৌর মেয়রের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিচ্ছে।

উদ্বোধনী খেলায় পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয় ৬-০ গোলের বড় ব্যবধানে মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।