ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বাজে ফলাফলের চেয়ে না খেলাই ভালো: কিরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
বাজে ফলাফলের চেয়ে না খেলাই ভালো: কিরণ বাংলাদেশ নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ডজন খানেক কিংবা অর্ধ-ডজন গোল হজমের ভয়েই এএফসি নারী এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ অংশ নেয়নি। এমন অপ্রিয় সত্যটি অকপটে স্বীকার করলেন বাংলাদেশ নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

তিনি জানান, ‘এশিয়ান বাছাইপর্বে অংশগ্রহণ করতে গত বছরই আমাদের নাম নিবন্ধন করতে হতো। সেটা করতে হলে অবশ্যই সিনিয়র দলকে নিয়ে করতে হতো।

কিন্তু চাচ্ছি না আমাদের সিনিয়র দল এই বছর খেলুক। কেননা আমি তাদের পারফরমেন্সে সন্তুষ্ট নই। আর তারা যদি ওখানে অংশ নিতো তাহলে ৮-১০টা করে গোল হজম করতো। সেটা আমাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসতো না। ’

শনিবার (২১ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে তিনি একথা বলেন।

এ বছরের এপ্রিলে জর্ডানে অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপের বাছাই পর্বের খেলা। এশিয়ার অন্য দেশ সেখানে অংশ নিতে এরই মধ্যে নাম নিবন্ধন করলেও বাংলাদেশ করেনি। সঙ্গত কারণেই এখানে খেলা হচ্ছে না সাবিনা খাতুনদের।

সেখানে অংশ না নেয়ার ব্যাপারে কিরণ যা বললেন তাতে একটি বিষয় পরিষ্কার যে, সিনিয়র দলের প্রতি কোনো আস্থাই নেই। তবে এবার অংশ না নিলেও ভবিষ্যতের আশা ছাড়ছেন না লাল-সবুজের নারী ফুটবলের এই অভিভাবক, ‘২০১২ সাল থেকে বয়সভিত্তিক দলগুলোর উন্নয়নকে সাথী করে আমরা একটি ইতিবাচক ধারা নিয়ে এগিয়ে যাচ্ছি। বয়সভিত্তিক ফুটবলে আমাদের ফলাফল বেশ ভালো। আমি চাইনি যখন আমরা একটি ইতিবাচক ধারায় চলছি তখন নেতিবাচক কিছু আমাদের এই দলটির ওপর বাজে প্রভাব ফেলুক। ’

কিরণ আরও জানান, ‘তাই আমি চিন্তা করেছি বর্তমান অনূর্ধ্ব-১৬ যে দলটা নিয়ে এগুচ্ছি, তারা যখন আজ থেকে দুই বা চার বছর পরে সিনিয়র হবে, তখন আমি নিবন্ধন করবো। এতে করে আমরা হয়তো একটি আসর খেলতে পারবো না। তাতে কোনো সমস্যা নেই। কারণ বাজে ফলাফলের চেয়ে না খেলাই ভালো। ’

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ২১ জানুয়ারি ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।