ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ফুটবল

প্রিমিয়ার লিগে চেলসি-আর্সেনালের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
প্রিমিয়ার লিগে চেলসি-আর্সেনালের জয় চেলসির জয়-ছবি:সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে ভিন্ন ম্যাচে জয় তুলে নিয়েছে চেলসি ও আর্সেনাল। হাল সিটির বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে অ্যান্তোনিও কোন্তের চেলসি। আর আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল ২-১ ব্যবধানে বার্নলির বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে।

রোববার রাতে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে হাল সিটিকে আতিথিয়েতা জানায় চেলসি। প্রথমার্ধে দিয়েগো কস্তা ও দ্বিতীয়ার্ধের শেষ দিকে গ্যারি কাহিল একটি করে গোল দিলে ২-০ ব্যবধানের জয় পায় ব্লুজরা।

অপর ম্যাচে বার্নলিকে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আমন্ত্রণ জানায় আর্সেনাল। তবে এদিন প্রথমার্ধ গোলশূন্য থাকে। কিন্তু দ্বিতীয়ার্ধে সোকোদ্রান মুস্তাফির গোলে এগিয়ে যায় গানাররা। তবে ইনজুরি সময়ে প্রতিপক্ষের গ্যারি পেনাল্টি থেকে গোল করলে সমতায় ফেরে হাল সিটি। কিন্তু সেই ইনজুরি সময়েই পেনাল্টি থেকে গোল করে আর্সেনালকে জেতান অ্যালেক্সিস সানচেজ।

২২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সবার ওপরে চেলসি। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আর্সেনাল।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ২২ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।