ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রিয়ালকে বিদায় করে সেমিতে সেল্টা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
রিয়ালকে বিদায় করে সেমিতে সেল্টা রিয়ালকে বিদায় করে কোপা দেল রের সেমিতে সেল্টা/ছবি: সংগৃহীত

কোপা ডেল-রে’র কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-২ গোলে ড্র (৪-৩ অ্যাগ্রিগেট) করে সেমিফাইনালে উঠেছে সেল্টা ডি ভিগো। প্রথম লেগে রিয়ালের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল সেল্টা।

বুধবার (২৫ জানুয়ারি) রাতে সেল্টার মাঠে দানিলোর আত্মঘাতী গেলো ম্যাচের ৪৪ মিনিটে পিছিয়ে পড়ে রিয়াল। ৬২ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো।

৮৫ মিনিটে দানিয়েল ভাস গোল করে সেল্টাকে লিড এনে দেন।
 
নির্ধারিত সময়ের শেষ  মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামা লুকাস ভাসকেস গোল করে ম্যাচ সমতায় আনেন। শেষ পর্যন্ত ২-২ এ শেষ হয় ম্যাচটি।

বাংলাদেশ সময়: ০৬০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।