ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ইতালিয়ান কাপের সেমিতে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
ইতালিয়ান কাপের সেমিতে জুভেন্টাস এসি মিলানকে হারিয়ে ইতালিয়ান কাপের সেমিতে জুভেন্টাস/ছবি: সংগৃহীত

ইতালিয়ান কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে গেল জুভেন্টাস। হাইভোল্টেজ ম্যাচে এসি মিলানকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেলির লাল কার্ডে দশজনের দলে পরিণত হয় মিলান। ততক্ষণে ২-১ গোলে এগিয়ে জুভিরা।

আগের মিনিটেই অবশ্য ভিজিটরদের ম্যাচে ফেরান কলম্বিয়ান ফরোয়ার্ড কার্লোস বাক্কা।

এর আগে তুরিনোর জুভেন্টাস স্টেডিয়ামে প্রথমার্ধেই ২-০ গোলে লিড নেয় স্বাগতিকরা। খেলা শুরুর ১০ মিনিটের মাথায় মিলানের জালে বল পাঠান আর্জেন্টাইন উঠতি তারকা পাওলো দিবালা। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মিডফিল্ডার মিরালেম পিজানিক।

ফাইনালে ওঠার লড়াইয়ে নাপোলির মুখোমুখি হবে ১১ বারের রেকর্ড চ্যাম্পিয়ন জুভেন্টাস। প্রথম লেগ ১ মার্চ ও সান পাওলো স্টেডিয়ামে ফিরতি পর্বের খেলা মাঠে গড়াবে ৫ এপ্রিল।

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, ২৬ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।