বার্নলির বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে শান্ত স্বভাবের ওয়েঙ্গারকে হঠাৎই রেগে উঠতে দেখা যায়। ইনজুরি সময়ে তিনি টেইলরের সঙ্গে ঝামেলায় জড়ান।
এই বহিষ্কারের ফলে তিনি গানারদের হয়ে ৪ ফেব্রুয়ারি চেলসির বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে থাকতে পারছেন না। ইতোমধ্যে শুরু হওয়া শাস্তি হিসেবে প্রথমে এফএ কাপে সাউদাম্পটন, লিগের ম্যাচে ওয়ার্টফোর্ড, চেলসি ও হাল সিটির বিপক্ষে অনুপস্থিত থাকবেন।
এই ঘটনার সূত্রপাত হয় সেই ম্যাচের ৯৩ মিনিটে মূল রেফারি জন মস বার্নলির পক্ষে পেনাল্টির বাঁশি বাজালে। যেখান থেকে আন্দ্রে গ্যারি গোল করে আর্সেনালের সঙ্গে সমতা আনে। তবে অ্যালেক্সিস সানচেজ পেনাল্টি থেকেই গোল করে দলের জয় নিশ্চিত করেন।
এমন ঘটনার পর অবশ্য ওয়েঙ্গার ক্ষমা চেয়েছেন, ‘আমি সবকিছুর জন্য দুঃখ প্রকাশ করছি। আমার সেই মুহূর্তে চুপচাপ বসে থাকা উচিৎ ছিল। ’
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ২৮ জানুয়ারি, ২০১৭
এমএমএস