ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সুয়ারেজের গোলে বার্সার রক্ষা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
সুয়ারেজের গোলে বার্সার রক্ষা সুয়ারেজের গোলে বার্সার রক্ষা/ছবি: সংগৃহীত

লা লিগার শিরোপা দৌড়ে হোঁচট খেল বার্সেলোনা। রিয়াল বেটিসের মাঠে শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে লুইস এনরিকের শিষ্যরা। লিওনেল মেসির পাসে কাতালানদের স্বস্তি এনে দেন লুইস সুয়ারেজ। ১-১ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এ ম্যাচ জিততে পারলে রিয়াল মাদ্রিদকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যেত বার্সা।

প্রথমার্ধ থাকে গোলশূন্য। ম্যাচের ৭৫ মিনিটে ভিজিটরদের জালে বল পাঠান বেটিসের স্প্যানিশ ফরোয়ার্ড অ্যালেক্স আলেগ্রিয়া।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে স্বাগতিকদের জয়ের স্বপ্নে জল ঢেলে দেন উরুগুইয়ান ‘গোলমেশিন’ সুয়ারেজ। যার নেপথ্য কারিগর পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। তিন মিনিটের ইনজুরি টাইমে আর কেউই গোলের দেখা পাননি।

...বার্সার দুর্ভাগ্যই বলতে হবে। নিশ্চিত গোল নাকচ করে দেন রেফারি। বল স্পষ্ট গোললাইন ক্রস করলেও তা তার দৃষ্টি এড়িয়ে যায়। নইলে পিছিয়ে পড়ার তিন মিনিটের মধ্যেই সমতায় ফিরতো কাতালানরা। ম্যাচে আরো একবার এমন পরিস্থিতির সৃষ্টি হয়। তবে তাতে অস্পষ্টতা ছিল। সে যাই হোক, লা লিগায় গোললাইন প্রযুক্তি ব্যবহারের দাবিটা আরো জোরালোই হলো...

পয়েন্ট টেবিলে এক ম্যাচ কম খেলা সেভিয়াকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সা (২০ ম্যাচ)। দু’দলেরই সমান ৪২ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে লুইস এনরিকের শিষ্যরা। শীর্ষস্থানধারী রিয়ালের সংগ্রহ ১৮ ম্যাচে ৪৩।

আগামী শনিবার (৪ ফেব্রুয়ারি) পরবর্তী ম্যাচে অ্যাথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সা। ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় খেলা শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ২৯ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।